এইদিন ওয়েবডেস্ক,মালদা,০২ জুলাই : ঝাড়খণ্ড পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে আন্তঃরাজ্য নৌকো চলাচল বন্ধ করে দিল মালদা জেলার মানিকচক এলাকায় ভাগীরথীর ঘাটের মাঝিরা ।শুক্রবার সকাল থেকেই ঝাড়খন্ডের সঙ্গে এরাজ্যের নৌকা চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় । মানিকচকে ঘাটের মাঝিদের দাবি যতদিন না এর বিহিত হচ্ছে ততদিন পর্যন্ত বন্ধ থাকবে নৌকা চলাচল । এদিকে মাঝিদের আন্দোলনের জেরে চরম সমস্যায় পড়তে হয় দুই রাজ্যের প্রচুর সংখ্যক মানুষকে । সকাল থেকেই তাঁদের নদীর তীরে বসে থাকতে দেখা যায় ।
ভাগীরথীতে মালদার মানিকচক ঘাটের অন্য প্রান্তে রয়েছে ঝাড়খণ্ডের রাজমহল ঘাট । প্রতিদিন এই নদীপথ দিয়ে দু’রাজ্যের অসংখ্য মানুষ যাতায়াত করেন । আইনি জটিলতার কারনে দীর্ঘ কয়েক মাস ধরে এই জলপথে ভেসেল বন্ধ রয়েছে । ফলে নদীপথে পারাপারের একমাত্র মাধ্যম নৌকা ।
স্থানীয় নৌকার মাঝিরা জানিয়েছেন,করোনা পরিস্থিতির কারণে একাধিকবার বন্ধ হয়ে গেছে নৌকা চলাচল । সম্প্রতি রাজ্যের প্রশাসনের তরফ থেকে নির্দিষ্ট সংখ্যায় যাত্রী চাপানোর শর্তে নৌকা চলাচলে ফের অনুমতি দেওয়া হয়েছে । কিন্তু ওপারে ঝাড়খন্ডের পুলিশ মাঝিদের উপর রীতিমত অত্যাচার চালাতে শুরু করেছে । ওপাড়ে যেতেই মাঝিদের মারধর করছে পুলিশ । এমনকি আটক করে থানায় নিয়ে যাচ্ছে বলে অভিযোগ ।
এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে নদীপথে নৌকা চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রেখে দেয় মানিকচক ঘাটের মাঝিরা । মাঝিরা হুঁশিয়ারি দিয়েছেন, ঝাড়খন্ডের পুলিশের অত্যাচার বন্ধ না হলে তাঁরা নৌকা চলাচল করতে দেবেন না । এদিকে মাঝিদের এই অনড় মানসিকতায় চরম বিপাকে পড়ে গেছেন দু’রাজ্যের অসংখ্য মানুষ । এই বিষয়ে মালদা জেলা প্রশাসনকে অবিলম্বে হস্তক্ষেপ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ।।