এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগণা,১৬ মে : উত্তর ২৪ পরগণা জেলার নৈহাটিতে আম কুড়ানোর অপরাধে ১৭ বছরের কিশোরকে পিটিয়ে খুন করলো আম বাগানের পাহাড়াদার ফারহাদ মণ্ডল । নিহত কিশোরের নাম সুদীপ্ত পণ্ডিত । তার বাড়ি কাঁচড়াপাড়ায় । মামার শ্রাদ্ধে যোগ দিতে নৈহাটির শিবদাসপুর পঞ্চায়েতের আতিসারায় এসেছিল সুদীপ্ত । এই নৃশংস হত্যাকাণ্ডের পর ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । ক্ষিপ্ত জনতা আম বাগানে আগুন লাগিয়ে দেয় । পুলিশ ঘাতক ফারহাদকে গ্রেপ্তার করেছে ।
জানা গেছে,মামার শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে সম্প্রতি নৈহাটির শিবদাসপুর পঞ্চায়েতের আতিসারায় এসেছিল সুদীপ্ত পণ্ডিত । ওই গ্রামেরই একটি বাগান লিজ নিয়েছিল ফারহাদ মণ্ডল । গতকাল কয়েকজন বন্ধুর সাথে বাগানে আম কুড়াতে যায় কাঁচড়াপাড়ার কিশোর সুদীপ্ত পণ্ডিত । সেই সময় ফারহাদ মণ্ডল ও তার দলবল তাদের তাড়া করে । সুদীপ্তর বন্ধুরা পালিয়ে যেতে সক্ষম হলেও সে ফারহাদ মণ্ডলের হাতে ধরা পড়ে যায় । এরপর তাকে নির্মমভাবে মারধর করা হয় । কিশোর ঘটনাস্থলেই নিস্তেজ অবস্থায় পড়ে গেলে সে মারা গেছে মনে করে পালিয়ে যায় ফারহাদরা । এরপর খবর পেয়ে পরিবারের লোকজন কিশোরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় । কিন্তু তাকে বাঁচানো যায়নি । এদিকে তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । ক্ষিপ্ত জনতা আমবাগানে আগুন ধরিয়ে দেয় । পরে পুলিশ ঘাতককে গ্রেপ্তার করে । তার ফাঁসির দাবি জানিয়েছেন গ্রামবাসী ।।

