শ্যামসুন্দর ঘোষ,পূর্বস্থলী(পূর্ব বর্ধমান),০৪ জুন : পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীতে শুরু হল আম উৎসব ।আজ রবিবার পূর্বস্থলী রেলসংলগ্ন কমিউনিটি হলে প্রদীপ জ্বেলে আম উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা ও সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ দেবাশিষ নাগ । এবারে মিছরিভোগ, বোম্বাই, গোপালভোগ, মধুকুলকুলি, আম্রপলিসহ ৪২ প্রজাতির স্থানীয় আম প্রদর্শিত হচ্ছে । তালিকায় রয়েছে দিল্লি, ঝাড়খন্ড সহ একাধিক রাজ্যের ২৮ টি প্রজাতির আমও । তার মধ্যে পেল্লাই সাইজের পুষা অরুনিমা, জিয়াংপা, ডাং চাকাপাত, পালমার, অ্যাপেল ম্যাংগ্, গ্রীন অ্যাপেল, মহাচানক, সুইট চিলি, নামভক মাই, নিলম, বেনানা, হাড়ি ভাঙা আম,কাটিমুন প্রভৃতি আম নজর কেড়েছে আম রসিকদের ।
তবে আম উৎসবে আগত মানুষদের হতাশ হতে ফিরতে দেয়নি উদ্যোক্তরা । প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়েছে বিভিন্ন প্রজাতির সুমিষ্ট আমের প্লেট । এছাড়া ছিল আমের সরবৎ,আমদই, আম সন্দেশ প্রভৃতি বিভিন্ন পদ । তাড়িয়ে তাড়িয়ে আমের স্বাদ উপভোগ করলেন আম রসিকরা । এদিনের উৎসবে ছোটো ছোটো ছেলেমেয়েদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত । উৎসব মঞ্চে পূর্বস্থলীর প্রবীন আমচাষী নারায়ন দাসকে সম্বর্ধনাও দেওয়া হয় । তবে এবারে উদ্যোক্তাদের তরফে উৎসবে প্রাঙ্গনে আম বিক্রির স্টল করা হয়নি বলে অনেকে হতাশা প্রকাশ করেন ।
প্রসঙ্গত,পূ্র্বস্থলীর বিভিন্ন আমের জন্য রাজ্য জুড়ে সুখ্যাতি আছে । রাজ্যের মানুষদের পূর্বস্থলীর আমের সঙ্গে পরিচয় করাতে পূর্বস্থলী সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে ২০১৫ সালে আম উৎসবের সূচনা করা হয় । কোনো রকম সরকারি সাহায্য ছাড়াই বিগত আট বছর ধরে আম রসিকদের বিনামূল্যে বিভিন্ন আম খাইয়ে আসছেন উদ্যোক্তরা ।।