এইদিন ওয়েবডেস্ক,ম্যাঙ্গালুরু,০৮ অক্টোবর : মধুচক্রের ফাঁদে পড়ে আত্মহত্যা করেছেন কর্ণাটকের ম্যাঙ্গালুরুর প্রাক্তন বিধায়ক মঈদ্দীন বাওয়ার ভাই তথা ব্যবসায়ী মুমতাজ আলী । সোমবার সকালে উদুপি -ম্যাঙ্গালোরের কুলুরের ফাল্গুনী নদী থেকে তার দেহ উদ্ধার হয় । এই ঘটনায় ম্যাঙ্গালুরু পুলিশ এক মহিলা সহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। শহর পুলিশ নিশ্চিত করেছে যে মালয়ালি রহমত নামে এক মহিলার সাথে তার অশ্লীল ভিডিও ফুটেজ দেখিয়ে তাকে বারবার ব্লাকমেলিং করার পরে তিনি আত্মহত্যা করেছেন ।
রবিবার হঠাৎ নিখোঁজ হয়ে যান মুমতাজ আলী । পরে উদুপি-ম্যাঙ্গালোরের কুলুরের ফাল্গুনী নদীর সেতুতে তার গাড়ি পাওয়া গেলে তিনি আত্মহত্যা করেছেন বলে সন্দেহ জাগে । নদীতে তল্লাশি চালানো হয় । সোমবার নদী থেকে তার লাশ উদ্ধার হয় । পুলিশ জানতে পেরেছে যে মমতাজ আলী মধুচক্রের ফাঁদে পড়ে গিয়েছিলেন । এই ঘটনায় রেহমত, আব্দুল সাত্তার, শফি, মুস্তাফা, শোয়েব এবং সিরাজ সহ ছয়জনের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে । তাদের মধ্যে তিনজনকে পুলিশ হেফাজতে নিয়েছে। চক্রটি মমতাজ আলীকে লক্ষ লক্ষ টাকা ব্লাকমেল করেছিল । পুলিশ এখনো পর্যন্ত নগদ ৫০ লক্ষ টাকা এবং ধৃত মহিলা রেহমতের কাছ থেকে ২৫ লক্ষ টাকার চেক উদ্ধার করেছে ।।