এইদিন ওয়েবডেস্ক,ম্যাঙ্গালোর,১২ ফেব্রুয়ারী : শ্রী রামকে অপমান করার অভিযোগে ম্যাঙ্গালোরের সেন্ট গেরোসা স্কুলের শিক্ষিকা সিস্টার প্রভাকে ম্যানেজমেন্ট বোর্ড সাসপেন্ড করেছে । আজ সোমবার , বিজেপি বিধায়ক বেদব্যাস কামাতের নেতৃত্বে অভিভাবকরা শ্রী রামের অবমাননার প্রতিবাদে স্কুল ঘেরাও করার চেষ্টা করেছিলেন । শত শত অভিভাবক ও হিন্দু ধর্মাবলম্বীরা স্কুলের সামনে জড়ো হয় । কিন্তু এবার স্কুলের গেটের সামনেই বিধায়ক ও অভিভাবকদের থামিয়ে দেয় পুলিশ । পরে স্কুল পরিচালন কমিটি বিদ্যালয়ের লেটার হেডে শিক্ষককে সাময়িক বরখাস্তের বিষয়ে আনুষ্ঠানিক লিখিত ব্যাখ্যা দিলে শান্ত হোন ক্ষিপ্ত জনতা । এছাড়াও, শিক্ষা বিভাগ মামলাটির অভ্যন্তরীণ তদন্ত করবে এবং শিক্ষা অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে বলে জানা গেছে ।
গত ৮ ফেব্রুয়ারী স্কুল পড়ুয়ারা শিক্ষিকা সিস্টার প্রভার বিরুদ্ধে অভিভাবকদের কাছে জানায় যে ওই শিক্ষিকা হিন্দুদের পুজো করা এবং ভগবান শ্রী রামচন্দ্রকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন । ঘটনার কথা চাওড় হতেই অভিভাবক ও হিন্দুত্ববাদী সংগঠনের লোকজন স্কুলের চড়াও হয়ে ওই শিক্ষিকাকে মারধর করে । তারপরও শিক্ষিকার বিরুদ্ধে ফোন কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় আজ সোমবার স্কুল খুলতেই বিজেপি বিধায়কের নেতৃত্বে অভিভাবকরা জড়ো হয়ে তুমুল বিক্ষোভ প্রদর্শন করে ।।