প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০২ মে : পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কাশেমনগর বিএনটিপি গার্লস হাই স্কুলের ছাত্রী স্বাগতা সরকার এবছর মাধ্যমিক পরীক্ষায় ৬৮৬ নাম্বার পেয়ে রাজ্যে দশম স্থান অধিকার করেছে। তার ইচ্ছা সে বড় হয়ে ডাক্তারি পড়বে। তার এই সফলতা এসেছে বিদ্যালয়ের শিক্ষিকা গৃহ শিক্ষক ও পরিবারের সকলের সহযোগিতায় বলে জানাই স্বাগতা।
পড়াশোনার ফাঁকে ফাঁকে সে মাকে নানান কাজে সাহায্য করত। তার মা প্রাথমিক স্কুল শিক্ষিকা । স্বাগতার দাদু সুব্রত কুমার সরকার তিনি প্রাক্তন সেনাকর্মী । তিনি জানান আমরা স্বাগতাকে কোন চাপ দিয়ে পড়াশোনা করাতাম না। তার ইচ্ছা মতো সে পড়াশোনা করত। তবে অধিকাংশ সময়ে সে পড়াশোনাতে ব্যয় করতো। তার এই সফলতায় আমরা খুব খুশি।।