দিব্যেন্দু রায়,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),১৫ জুলাই : প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার নাম করে প্রতারণার মামলায় ইতিমধ্যেই পুলিশের হাতে ধরা পড়েছে চক্রের মূল পান্ডা পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের ঝিলু ২ পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান সেখ হেকমত আলি । এবার তাকে জেরা করে চক্রের আরও এক পান্ডাকে পাকড়াও করল মঙ্গলকোট থানার পুলিশ । মঙ্গলকোট থানার নতুনহাটের পদিমপুর এলাকার বাসিন্দা মোল্লা বসিরউদ্দিন নামে ওই ব্যক্তিকে বৃহস্পতিবার রাতে এলাকা থেকেই ধরা হয় বলে পুলিশ সুত্রে খবর । শুক্রবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে ৩ দিনের জন্য তাকে পুলিশ হেফাজতে পাঠানো হয় ।
প্রসঙ্গত,তৃণমূলের উপপ্রধান সেখ হেকমত আলির বেয়াই মহন্মদ বদরুদ্দোজার অভিযোগের ভিত্তিতে মে মাসের ১৮ তারিখে হেকমতকে গ্রেফতার করেছিল মঙ্গলকোট থানার পুলিশ । বদরুদ্দোজার ছেলের সঙ্গে বিয়ে হয়েছে হেকমতের মেয়ের । বদরুদ্দোজার অভিযোগ, তাঁর ছেলেকে প্রাথমিক শিক্ষক পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছে হেকমত । শুধু তাই নয়,তাঁর মাধ্যমে আরও কিছু চাকরি প্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলা হয়েছে বলে অভিযোগ । সব মিলিয়ে ৮২ লক্ষ ৯০ হাজার টাকা প্রতারণার অভিযোগ রয়েছে সেখ হেকমত আলির বিরুদ্ধে ।
জানা গেছে,হেকমতকে জেরা করে এবং প্রতারণা মামলার তদন্তে নেমে এই চক্রের সঙ্গে মোল্লা বসিরউদ্দিনের যোগসূত্র খুঁজে পেয়েছে পুলিশ । প্রতারণা টাকা সেও ভাগ পেয়েছে বলে পুলিশ জানতে পেরেছে । এছাড়া হেকমতের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও তার মোবাইলের কল রেকর্ডিং থেকে কিছু প্রত্যক্ষ প্রমানও পুলিশের হাতে এসেছে । এখন মোল্লা বসিরউদ্দিনকে নিজের হেফাজতে নিয়ে পুলিশ প্রতারিতদের টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ।।