এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),০৪ জানুয়ারী : গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমাবাজি, অগ্নিসংযোগ, ভাঙচুরের অভিযোগ উঠল তারই ভাইয়ের বিরুদ্ধে । আজ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার দেবুচা গ্রামে । দেবুচা গ্রামের বাসিন্দা এবং ঝিলু ২ পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন সদস্য উজির মল্লিকের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে তারই ভাই মনোহর মল্লিক ওরফে মনু এবং তার ছেলে জসিম মল্লিকের বিরুদ্ধে। উজিরের অভিযোগ, তার ভাই বহিরাগত দুষ্কৃতীদের ভাড়া করে এনে বাড়িতে বোমাবাজির, পালুইয়ে আগুন লাগানোর পাশাপাশি তার একটি টোটোয় ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ । ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় গ্রামে । দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ।
জানা গেছে, উজির মল্লিকরা পাঁচ ভাই । পাঁচজনের মধ্যে উজির, নাজির মল্লিক এবং সাকাত মল্লিক তৃণমূলের একটা গোষ্ঠীর সাথে যুক্ত । উজির মল্লিকের আর এক ভাই মনোহর মল্লিক ওরফে মনু এবং তার ছেলে জসিম মল্লিক তৃণমূলের অপর গোষ্ঠীর সদস্য । ভাইয়ে ভাইয়ে সংঘাত আগে থেকেই ছিল । সেই সূত্র ধরে ভাইয়ে ভাইয়ের রাজনৈতিক সংঘাত চরম আকার ধারন করে । আশপাশের গ্রামেরও কয়েকজন সঙ্গে নিয়ে আজ রাতে মনোহর মল্লিক তার দাদাদের বাড়িতে বিনা প্ররোচনায় হামলা চালায় বলে অভিযোগ । উজির মল্লিক এবং সাকাত মল্লিকের বাড়িতে এলোপাথারি বোমাবাজি করা হয় । নাজির মল্লিকের একটি খড়ের পালুইয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং সাকাত মল্লিকের টোটো ভাঙচুর করা হয় বলে অভিযোগ ।
উজির মল্লিকের স্ত্রী শাকিলা মল্লিক জানান, বোমাবাজির সময় তারা ভয়ে ঘরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেন । তখন ঘর লক্ষ্য করে বোমা ছোড়া হয় । বোমা ফেটে পাথরের টুকরো লেগে জখম হয়েছে তার ছেলে ইসাউদ্দিন ও মেয়ে মমতাজ। এছাড়া তার দেবর সাকাতের মেয়ে সুহানা খাতুনও অল্প বিস্তর জখম হয়েছে বলে তিনি জানান । উজির মল্লিকের অভিযোগ, তৃণমূলেরই একটি পক্ষের ইন্ধনে তার ভাই মনোহর মল্লিক আশপাশের গ্রাম থেকে দুষ্কৃতকারীদের এনে এই হামলা চালিয়েছে । যদিও মনোহর এই অভিযোগ অস্বীকার করেছে ।।