এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),১৫ মে : সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ভাইপোর ধারাল অস্ত্রের কোপে প্রাণ গেল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার আওগ্রামের বাসিন্দা ৪৯ বছর বয়স্ক জাইরুল হক মল্লিক নামে এক ব্যক্তির । আজ বৃহস্পতিবার জাইরুল হককে ধারাল অস্ত্র দিয়ে নৃশংসভাবে কোপানোর অভিযোগ উঠেছে ভাইপো আন্না মল্লিকের বিরুদ্ধে । ফলে সেই আঘাতেই মৃত্যু হয় জাইরুলের । ঘটনার পর থেকেই পলাতক ঘাতক ভাইপো ।
জানা গিয়েছে, আওগ্রামের বাসিন্দা জাইরুল হক মল্লিকরা ৩ ভাই । তার বড় দাদা আসাদুল হক মল্লিক পারিবারিক ১০ বিঘা জমি একাই নিজের নামে লিখে নিয়েছে বলে অভিযোগ । যা নিয়ে আসাদুলের সঙ্গে তার দুই ভাই জাইরুল ও আতাউর হক মল্লিকের মধ্যে বিবাদ ৷ সপ্তাহ খানেক আগে এনিয়ে বড় ধরনের ঝামেলা বাধে ৷ আতাউর হক মল্লিক, জাইরুল মল্লিক এবং তাদের ছেলেরা মিলে আসাদুল হক মল্লিককে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ওই ঘটনায় আতাউর হক মল্লিক এবং জাইরুলের ছেলে মিন্টু হক মল্লিককে রবিবার গ্রেপ্তার করে পুলিশ। দুজনেই জেল হেফাজতে। প্রহৃত আসাদুল হক মল্লিক হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, সেই ঘটনায় জাইরুল মল্লিকও অন্যতম অভিযুক্ত । তবে সে গ্রেপ্তারি এড়াতে পালিয়ে যান । বুধবার বাড়িতে ফেরেন। আর বাড়ি ফিরতেই আজ ভাইপো আন্না মল্লিক ধারাল অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায় বলে অভিযোগ । নিহতের স্ত্রী আমিনা বেগমের কথায়,’আজ সকালে আমার স্বামী যখন গরুর খাবারের জন্য খড় কাটছিলেন তখন কয়েকজনকে সাথে নিয়ে সেখানে আসে ভাইপো আন্না মল্লিক ৷ তারা আমার স্বামীকে ঘিরে ধরে। এরপর হাঁসুয়া, টাকনা প্রভৃতি দিয়ে আমার স্বামীকে এলোপাথাড়ি কোপায় ৷’
জানা গেছে,জাইরুল রক্তাক্ত অবস্থায় সেখানে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়৷ এরপর জাইরুলকে রক্তাক্তবস্থায় উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু তার আগেই মৃত্যু হয় তার । পুলিশ হামলাকারীদের সন্ধান চালাচ্ছে ।।

