এইদিন স্পোর্টস নিউজ,০২ অক্টোবর : চ্যাম্পিয়ন্স লিগে গতকাল রাতে লোভাকিয়ার ক্লাব স্লোভান ব্রাটিস্লাভাকে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। এই ম্যাচের একাদশে খেলেছেন পর্তুগিজ মিডফিল্ডার ম্যাথিউস নুনেস। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নদের শিবিরে যোগ দেওয়ার পর খুব বেশি ম্যাচে একাদশে সুযোগ না পেলেও পারফরম্যান্সে হতাশ করেননি ব্রাজিলে জন্ম নেওয়া এই পর্তুগিজ। তবে এই পর্তুগিজের ব্যাপারে জানা গেছে চোখ কপালে তোলার মতো তথ্য। গত মাসে পুলিশের হাতে ধরা পড়েছিলেন নুনেস।
ম্যানচেস্টার সিটির পর্তুগিজ মিডফিল্ডার ম্যাথিউস নুনেস গত মাসে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। এমন খবরই দিয়েছে স্পেনের সংবাদমাধ্যম এল মুন্দো। সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত সেপ্টেম্বরের ৮ তারিখে স্পেনের রাজধানী মাদ্রিদের লা রিভেরা নাইটক্লাব থেকে সেলফোন চুরির অভিযোগে নুনেসকে গ্রেফতার করা হয়েছিল। এক ব্যক্তি নাইট ক্লাবটির বাথরুমে তার ছবি তুলেছিলেন।
সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটে ফিফার সর্বশেষ উইন্ডো চলাকালীন। জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য ক্লাবগুলো তাদের খেলোয়াড়দের ছুটি দিয়েছিল। কিন্তু পর্তুগালের স্কোয়াডে না থাকা নুনেস সে সময় স্পেনের মাদ্রিদে ঘুরতে যান। রোববার (৮ সেপ্টেম্বর) রাতের শুরুর দিকেই মাদ্রিদের বিখ্যাত নাইটক্লাব লা রিভেরায় গিয়েছিলেন বিনোদনের জন্য । আনুমানিক ভোর সাড়ে পাঁচটায় নুনেসকে গ্রেফতার করা হয়। ৫৮ বছর বয়সী এক ব্যক্তির কাছ থেকে ফোন কেড়ে নিয়েছিলেন তিনি। পুলিশ যখন সেখানে উপস্থিত হয়, তখনও সেই ব্যক্তির ফোন এই ২৬ বছর বয়সী খেলোয়াড়ের হাতেই ছিল। তাকে আরগাঞ্জুলার কাছাকাছি থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার স্বীকারোক্তি নেওয়া হয়, তার বিরুদ্ধে অভিযোগপত্র তৈরি করে স্থগিত বিচারাদেশের অধীনে জামিনে মুক্তি দেওয়া হয়।
এই ঘটনার পর অবশ্য নুনেসের বিরুদ্ধে তার ক্লাব ম্যানসিটি কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি। বরং এই ঘটনার পর চারটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি । আর পারফরম্যান্স দলে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেই স্থান করে দিয়েছে তাকে। রদ্রি ইনজুরিতে পড়ার পর তাকেই তার বিকল্প মনে করা হচ্ছে। লিগ কাপে তিনি ওয়াটফোর্ডের বিপক্ষে গোল পেয়েছেন। এরপর ওয়েস্ট হ্যামের বিপক্ষে ৩-১ গোলের জয়ে একটিতে ছিল তার অবদান ।
২০২৩ সালে ম্যানসিটি ৬২ মিলিয়ন ইউরোর বিনিময়ে উলভারহ্যাম্পটন থেকে নুনেসকে দলে ভেড়ায়। ২০২২ সালে যখন তিনি পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপিতে খেলেন, তখন এক ম্যাচের পর সিটির কোচ পেপ গার্দিওলা তাকে ‘বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়’ হিসেবে আখ্যায়িত করেছিলেন।।