এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ জুলাই : বাঙলা ভাষীদের বিরুদ্ধে বিজেপির কথিত বিদ্বেষমূলক আচরণকে এবারের বিধানসভার নির্বাচনের ইস্যু করছেন মমতা ব্যানার্জি । বিজেপি শাসিত রাজ্যে থাকা বাঙালিদের বাংলাদেশি হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলছেন তিনি । তারই প্রতিবাদে মমতা এবার বীরভূমের লালমাটি থেকে বাংলার বিরুদ্ধে বিজেপির বাঙালিদের বিরুদ্ধে কথিত ‘সন্ত্রাসের’ প্রতিবাদে আন্দোলন কর্মসূচি নিয়েছেন বলে জানান । কিন্তু মমতা ভাষাকে নির্বাচনের ইস্যু করতে চাইছেন কেন ? এটা কি অনুপ্রবেশকারীদের সুরক্ষার জন্য, নাকি মমতার দুর্নীতি ও তোষামোদি নীতিতে বীতশ্রদ্ধ হিন্দু ভোট টানার চেষ্টা ? ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল ও হিন্দুত্ববাদী লেখক তথাগত রায় দ্বিতীয় বিকল্পটি কারন হিসাবে মনে করছেন । তাঁর কথায়,মমতা বুঝেছে তার প্রতি বাঙালি হিন্দুদের অসীম বিতৃষ্ণা জন্মেছে, টাকার ভাতা দিয়ে আর হবে না, তাই ভাষা-শপথের আর্তনাদ করছেন ।
তথাগত রায় এক্স-এ লিখেছেন,’গতকালের মঞ্চ থেকে মমতার ‘ভাষা-শপথ’ বাস্তবে আর্তনাদ ছাড়া আর কিছু নয়! উন্মত্তের মত মুসলমান তোয়াজ করার ফলে মমতার প্রতি বাঙালি হিন্দুর যে অসীম বিতৃষ্ণা জন্মেছে, মমতা বুঝতে পারছেন হাজার টাকার ভাতা দিয়ে আর তার মোকাবিলা করা যাবে না। এর সঙ্গে চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি ইত্যাদির সীমাহীন দুর্নীতি তো আছেই। তাই নতুন লাইন ধরেছেন, ভাষা। সারা ভারতে নাকি বাংলায় কথা বললেই বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে।
কিন্তু এটাও কাজ করবে না। কারণ চৌত্রিশ বছরের বাম-শাসনে আর চৌদ্দ বছরের মেধাবী ছাত্রীর শাসনে পশ্চিমবঙ্গে চাকরির সুযোগ শূন্য, বাঙালি হিন্দু আজ ভারতময় ছড়িয়ে পড়েছে! এই প্রবাসী বাঙালি হিন্দুদের সঙ্গে তাদের পশ্চিমবংগের আত্মীয়স্বজনের রোজ কথা হয়। তারাই বলে দেয় তারা শান্তিতেই আছে, বাংলাদেশী মুসলমান ও রোহিঙ্গিয়াদেরই শুধু পুলিশ ধরছে। এবং ঠিকই করছে !’
তিনি আরও লিখেছেন,’দুটো আপ্তবাক্য মমতার মনে করার সময় এসে গেছে। প্রথমটি স্বামী বিবেকানন্দের, “চালাকি দ্বারা কোন মহৎ কার্য সিদ্ধ হয় না”; দ্বিতীয়টা মার্কিন প্রেসিডেন্ট এব্রাহাম লিঙ্কনের: “কিছু লোককে চিরকালের জন্য বোকা বানানো যায়, সবাইকে কিছুদিনের জন্য বোকা বানানো যায়; কিন্তু সবাইকে চিরকালের জন্য বোকা বানানো যায় না ।’
এদিকে শোনা যাচ্ছে যে আগামী ২৮ জুলাই বোলপুরে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস । সেখানেই উপস্থিত থাকবেন মমতা ব্যানার্জি । বোলপুর থেকেই তিনি নাকি তথাকথিত ‘ভাষা আন্দোলন’ শুরু করবেন ।।

