এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৭ ডিসেম্বর : বকেয়া টাকা দেওয়ার দাবি জানাতে দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার পথে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । রবিবার দুপুরে কলকাতা থেকে বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে। গ্রামীণ রাস্তার টাকা আটকে রেখেছে । স্বাস্থ্য দফতরের টাকাও বন্ধ করে দিয়েছে । বাংলাকে বঞ্চিত করা হয়েছে । এগুলো কেন্দ্রের প্রকল্প হলেও টাকাটা কেন্দ্রের একা দেয় না । রাজ্য থেকে যে ট্যাক্স কেন্দ্র তুলে নিয়ে যায় সেখান থেকে টাকা দেয়। তার মধ্যে আমরা আমাদের ভাগটা দিই ।’ মুখ্যমন্ত্রী জানান, সোমবার ইন্ডি অ্যালায়েন্সের জোটের বৈঠকে যোগ দেবেন এবং পরের দিন বেলা এগারোটা নাগাদ কয়েকজন দলীয় সাংসদকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে বকেয়া টাকা দেওয়ার বিষয়টি উত্থাপন করবেন ।
মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে সব কিছুতেই গেরুয়াকরণের অভিযোগ তুলে বলেন,’শিলিগুড়ির আগে সুখনার ওখানে দেখলাম সব বাড়িগুলোকে গেরুয়া করে দিয়েছে । রাজ্যের সব স্বাস্থ্যকেন্দ্রগুলি গেরুয়া রঙ করে দিতে হবে বলে আমাদের বলেছে । কেন করব ? আমাদের রাজ্যের ব্র্যান্ড রঙ নীল-সাদা । এটাকে কোনও দলের ব্র্যান্ড নয় । প্রতিটি জায়গায় বিজেপির লোগো ও রঙ কেন লাগাতে হবে ? মানুষের স্বাঝীনাতা বলে কিছু থাকবে না ?’
সংসদে হামলার বিষয়ে ‘নিরপেক্ষ তদন্ত’-এর দাবি জানিয়ে ডেরেক ও ব্রায়েনদের সংসদ থেকে বহিষ্কারের বহিষ্কারের সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী । তাঁর অভিযোগ যে সংসদে নিরাপত্তার গাফিলতি নিয়ে প্রশ্ন তোলাতেই তাদের বহিষ্কার করা হয়েছে ।।