এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৩ ডিসেম্বর : মূলত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাতেই পুরভোটে ৮২ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি । জিতেছেন ১৪ হাজার ৮৬৭ ভোটে । এবার কলকাতা পুরসভার মেয়র পদে সেই ফিরহাদ হাকিমের উপরেই ভরসা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সঙ্গে তিনি ডেপুটি মেয়র পদে অতীন ঘোষ ও পুরসভার চেয়ারপার্সন মালা রায়কে নির্বাচিত করেন । এছাড়াও ঘোষণা করা হয় ১৩ জনের মেয়র পরিষদেরও নাম । পুরনোদের মধ্যে বাদ যান রতন দে ।
কলকাতা পুরসভার নির্বাচনে ১৪৪ টির মধ্যে ১৩৪ টি আসনে জয়লাভ করেছে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস । বিজেপি জোর ধাক্কা খেয়েছে । মাত্র ৩ টি আসনে জিততে সক্ষম হয়েছে গেরুয়া শিবির । এছাড়া কংগ্রেস ও সিপিএম মাত্র ২টি করে আসন পেয়েছে । পুরসভার বোর্ড গঠনের জন্য এদিন
দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী । কলকাতা পুরসভার মেয়র, ডেপুটি মেয়র, মেয়র পারিষদদের নাম ঘোষণার পর মুখ্যমন্ত্রী বলেন, ‘কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন রিপোর্ট কার্ড প্রতি ছয় মাস অন্তর প্রকাশ করা হবে । কেউ কাজ না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার ।’ সেই সঙ্গে তিনি রাজ্য নির্বাচন কমিশন ও পুলিশের কাজের প্রশংসাও করেছেন ।।