এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩০ অক্টোবর : ফের “ভুল মন্ত্র” পাঠ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । এবারে জগদ্ধাত্রী পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করতে গিয়ে মমতাকে “ভুল চণ্ডীপাঠ” করতে দেখা যায় । এর আগে ছট পূজোতেও একইভাবে ভূল মন্ত্র উচ্চারন করেন তিনি । মমতার বারবার ভূল মন্ত্রপাঠকে “ইচ্ছাকৃত” বলে অবিহিত করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তুললেন, “আপনি বারবার ভুলভাল মন্ত্রোচ্চারণ করে, হিন্দু ভাবাবেগে আঘাত করেন কাদের স্বার্থে ?”
বুধবার কলকাতার বড়বাজারে পোস্তা বাজার মার্চেন্টস্ এ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে চণ্ডীপাঠ করেন মমতা । যেখানে তাকে “দয়ার্দ্রে দুঃখমোচনী”-এর পরিবর্তে “দয়ার্থে দুঃখহারিনী” বলতে শোনা যায় । এছাড়া, “সর্বপত্তারিকে দুর্গে জগদ্ধাত্রৈ নমহস্তুতে” ভুলে গিয়ে মমতা উচ্চারণ করেন “সর্বশান্তি দিকে দেবী মা আমার নমস্তুতে” । যা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন শুভেন্দু । তিনি মমতার ওই ভিডিও ক্লিপের সাথে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ সংযুক্ত করে এক্স-এ পোস্ট করেছেন।
বিরোধী দলনেতা লিখেছেন,’যে একবার ভুল করে, আশা করা যায় যে শুধরে নেবে আর পুনরাবৃত্তি হবে না। কিন্তু যে বারংবার একই ধরনের ভুল করতেই থাকে, জেনে বুঝে, জোর গলায়, তখন বুঝতে হয় যে উনি অজ্ঞ নয় অভিজ্ঞ, পুরোটাই ইচ্ছাকৃত।’ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তাঁর বার্তা,’মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় কেউ আপনাকে দোহাই দেয় নি মন্ত্রোচ্চারণ করার, আপনি বারবার ভুলভাল মন্ত্রোচ্চারণ করে, হিন্দু ভাবাবেগে আঘাত করেন কাদের স্বার্থে? এর আগেও বাগদেবী মা সরস্বতীর মন্ত্র আপনি বার বার ভুল বলেছেন, ভুল চণ্ডীপাঠ করেছেন। আজ আবার সেই এক ই ভুল। মা জগদ্ধাত্রীর স্তব প্রণাম মন্ত্রটি আজ আবার আপনি ভুল আওড়ালেন।’
এরপর শ্রীচন্ডীর ওই অংশটি তুলে ধরে শুভেন্দু লিখেছেন,’সবার জ্ঞাতার্থে পূর্ণ মন্ত্রটি দিলাম:-
“ওঁ দয়ারূপে দয়াদৃষ্টে দয়ার্দ্রে দুঃখমোচনী
সর্বপত্তারিকে দুর্গে জগদ্ধাত্রৈ নমহস্তুতে।”
অর্থাৎ ” হে দুর্গে, তুমি দয়াস্বরূপা, কৃপাদৃষ্টি স্বরূপা, করুণাময়ী, দুঃখ-বিনাশিনী, সর্ববিঘ্ননাশিনী; হে মা জগদ্ধাত্রী তোমায় প্রণাম।”

