এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,০৫ জানুয়ারী : উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি থানার সরবেড়িয়া গ্রামে রেশন দূর্নীতি মামলায় তৃ়ণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে গিয়ে ইডি আক্রান্ত হওয়ার ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আজ বিকেলে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় দলীয় জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন,’মমতা পুলিশ হয়তো খবর দিয়েছে,আসছে ইডি,বাচাতে পারবে না দিদি,তাই পালান তাড়াতাড়ি । তিনি দরজা লাগিয়ে পালিয়েছে, তালা ভাঙছিল ততদন্তকারীরা । তাদের যেভাবে গাড়ি ভাঙা হয়েছে,ইডির আধিকারিকদের মারা হয়েছে, তিন আধিকারিক গুরুতর আহত,এখনো অনেকে নিরুদ্দেশ, তাতে প্রমান হয়ে গেছে পশ্চিমবঙ্গে কেউই সুরক্ষিত নয় । পশ্চিমবঙ্গে কোনো সাংবিধানিক বডি সুরক্ষিত নয়।’
প্রসঙ্গত,সন্দেশখালি বিধানসভায় তৃণমূলের কনভেনর শেখ শাহজাহান । এছাড়াও তিনি জেলা পরিষদের মত্স্য ও প্রাণী কর্মাধক্ষ্য পদে রয়েছেন। রেশন দুর্নীতি মামলার মূল আসামি জেলবন্দি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ‘ঘনিষ্ঠ’ বলেই পরিচিত শাহজাহান । স্বভাবতই রেশন দুর্নীতিতে নাম জড়িয়েছে তারও ।
শুভেন্দু অধিকারী বলেন,’২০২১ সালের আগে ২০১৯ সালে তপন মণ্ডলসহ তিন জন বিজেপি কর্মীকে খুনের আসামি ছিলেন এই শাহাজান শেখ, বাংলাদেশে লুকিয়ে ছিলেন । এই শাহাজান ওই এলাকার সমস্ত এসটি প্রপার্টি, মানুষের জমি, পাওয়ার অফ অ্যাটর্নি করে দখল করেছেন । তার দখলকৃত জমির পরিমান ১৩৯.১৭ বিঘা । তিনি তিনটে ট্রাস্ট করেছেন- শেখ সুমাইয়া হাফিজিয়া ট্রাস্ট, বাসন্তী এডুকেশনাল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এবং হাজি আবু সিদ্দিক হাফিজিয়া ট্রাস্ট ।
তাঁর অভিযোগ,’শাহাজান কাঞ্চন রায়চৌধুরী,স্বপন কুমার রায়চৌধুরী শ্রীমতি রাজস্বী রায়চৌধুরী, শ্রীমতি মহুয়া দত্তদের সমস্ত জমি লুট করেছেন । শুধু লুট নয়,আমফানের ক্ষতিপূরণ, গরিবের বাড়ি, শৌচালয়,ফিসারি,এমন কোনো কাজ নেই তিনি করেননি । এই মাফিয়া ডন, তিনি ওই এলাকায় আগে সিপিএম করতেন, ওনার গুরুদেবের নাম ছিল হার্মাদদের নেতা, মুসলিম ৷ তার অধীনে সিপিএমে হাতেখড়ি । তারপরে ২০১৩ তে চোর মমতার পাঠশালায় নাম লেখানো, ডাকাত বালুর হাত ধরে ।
এই খুনি, মাফিয়া,হেরোইন পাচার করে বাংলাদেশে । অস্ত্র পাচার করে ।’
শুভেন্দু অধিকারী বলেন,’আজকে তাকে বাঁচানোর জন্য এই জিনিস করা হয়েছে । জেলা পরিষদের ভোটে তিনি জিতেছেন । একটা জেলা পরিষদে কত ভোটার থাকে ? ৭০-৭৫ হাজার৷ ওর মার্জিন কত শুনবেন? ৬৪ হাজার ভোটে জেলা পরিষদে জিতেছে । ওখানে গনতন্ত্রের লেশ মাত্র নেই । আপনারা ভরসা রাখুন,আমরা এদের ছাড়ব না । নরেন্দ্র মোদী আছেন,না খাউঙ্গা-না খানে দুঙ্গা । এই মাফিয়া ডনদের রাজত্ব খতম আমরা করবই ।’
রেশন দুর্নীতি মামলায় আজ শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালি থানার অন্তর্গত সরবেড়িয়া গ্রামের বাসিন্দা তৃ়ণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা । তাদের বেধরক মারধর করেছে শাহজাহানের দুষ্কৃতী বাহিনী । ভাঙচুর করা হয়েছে তাদের গাড়ি । আক্রান্ত হয়েছে সিআরপিএফের জওয়ান ও সাংবাদিকরাও । গুরুতন আহত হয়েছেন ইডির সহকারী ডিরেক্টর রাজকুমার রাম । তাঁর মাথা ফাটিয়ে দিয়েছে তৃণমূলের দুর্বৃত্ত বাহিনী । রক্তাক্ত অবস্থায় তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গেছে । গুরুতর জখম হওয়া বাকি দুই ইডির আধিকারিক হলেন অঙ্কুর এবং সোমনাথ দত্ত। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ ।
সরবেড়িয়া গ্রামে ইডির উপর হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় । আজ নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলাকালীন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তের মুখ থেকে সন্দেশখালির ঘটনা শুনে তিনি বলেছেন, ‘বন্দুক থাকে না ? চালাতে পারো না ?’ কেন এখনও রাজ্যপাল ঘোষণা করছেন না যে, রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে? যদি তদন্তকারীরাই মার খান, তাহলে তদন্ত হবে কী করে ?’