এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ অক্টোবর : শারদীয়া দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে বিতর্কে জড়াচ্ছেন শাসকদলের নেতানেত্রীরা । জুতো পরে দুর্গামণ্ডপে ঢুকে প্রদীপ জ্বালিয়ে পূজোর উদ্বোধন করে সমালোচিত হয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র । তার সঙ্গে একই কাজ করে বিজেপির নিশানায় আসেন নদীয়ার তৃণমূল নেতা আবু তাহের । এবারে খোদ তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি ও তার ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিমের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন বিজেপির তরুনজ্যোতি তিওয়ারি।
তিনি নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন । ভিডিওতে মমতাকে দেখা গেছে কখনো দু’হাতে,আবার কখনো বাম হাতে দেবী প্রতিমার দিকে ফুল ছুড়তে দেখা যায় । অন্যদিকে বাম হাতে একটা জ্বলন্ত মোমবাতি নিয়ে দেবী প্রতিমার সামনে মঙ্গল প্রদীপ জ্বালতে দেখা যায় ফিরহাদ হাকিমকে । তাদের এহেন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে তরুনজ্যোতি লিখেছেন,:জোর করে ভক্তি দেখানোর দরকার ছিল না তো, মা দুর্গা হয়তো আপনাকে ক্ষমা করবে।ভালো থাকবেন।’
পাশাপাশি তিনি মমতা ব্যানার্জির ভক্তি নিয়ে প্রশ্ন তুলে এক্স-এ লিখেছেন,’আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখলাম পিতৃপক্ষে একের পর এক পুজো উদ্বোধন করতে, ষষ্ঠীর দিন দেখলাম ফুরফুরা শরীফে গিয়ে নিজের ভোটারদের বার্তা দিতে। তাকে মহাষ্টমীর অঞ্জলি দিতে দেখলাম না তো।
যিনি প্রশাসনিক বৈঠক থেকে দলীয় বৈঠক প্রত্যেকটা FB Live করেন তিনি যদি অঞ্জলি দিতেন তাহলে সেটা নিশ্চয়ই তার FB Wall এ থাকতো। আমি খুঁজে পাইনি। পুজো উদ্বোধন করা আর ধর্ম পালন করা এক জিনিস নয় তো। আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী ঈদের নামাজে হিজাব পরে যান ঠিক তেমনি পূজো উদ্বোধন করতেও ওই একই সাজে যান।’
তিনি আরও লিখেছেন,’ঈদের নামাজে গিয়ে তিনি বলেন “LA ILAHA ILLALAH” অর্থাৎ আল্লাহ ব্যতীত আর কোন ঈশ্বরের অস্তিত্ব নেই। বছরের পর বছর এটা বলে চলেছেন তিনি। তাকে অঞ্জলি দিতে দেখবো না সেটাই স্বাভাবিক। আপনি হিন্দু সেটা আলাদা করে প্রমাণ করতে হয় না, আপনার ব্যবহার এবং আচার আচরণ বুঝিয়ে দেয় আপনি আসলে কি। পশ্চিমবঙ্গের হিন্দুরা ভাবুক এটা নিয়ে।’
এর আগে পিতৃপক্ষে দুর্গাপূজা মণ্ডপের উদ্বোধন করতে গিয়ে সমালোচনার শিকার হন মমতা । তবে কলকাতার একটা মন্ডপের উদ্বোধনের সময় তিনি নিজের শাড়ির আঁচল হিজাবের মত করে মাথা ও কান ঢাকলে সবচেয়ে বেশি সমালোচনার শিকার হন । শুভেন্দু অধিকারী মন্তব্য করেন : এটা বিশেষ সম্প্রদায়ের প্রতি তার বার্তা যে বাধ্য হয়ে পুজো উদ্বোধন করছেন ঠিকই, তবে তিনি তাদেরই লোক” । এছাড়া কলকাতার একটা দুর্গাপূজা মণ্ডপে তৃণমূল নেতা মদন মিত্রের গাওয়া “আমার হৃদয়ে কাবা নয়নে মদিনা” গান এবং বিভোর মমতার হাততালি দিয়ে তাকে সঙ্গত দেওয়ার ভিডিও প্রকাশ্যে এলে কটাক্ষ করে বিজেপি । পাশাপাশি পুজোমন্ডপে ইসলামিক গান গাওয়া নিয়েও প্রশ্ন তোলেন তারা ।।