এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৪ আগস্ট : আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুনী চিকিৎসক ধর্ষণ বা গনধর্ষণের পর নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডের জেরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কলকাতা পুলিশের বিরুদ্ধে কার্যত তীব্র গনরোষের সৃষ্টি হয়েছে এরাজ্যে । এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় প্রমান লোপাটের অভিযোগ উঠছে । তারই মাঝে গোমাংস খাওয়ার অভিযোগে হরিয়ানায় গনধোলাইয়ে মৃত পরিযায়ী শ্রমিক সাবির মালিক (২৬) এর স্ত্রী শাকিলা সর্দারকে চাকরি দিলেন মমতা ব্যানার্জি । চার বছরের শিশুকন্যাসহ শাকিলা সর্দারের সঙ্গে আজ নবান্নে দেখা করে ওই মহিলার হাতে তিনি নিয়োগপত্র তুলে দিয়েছেন । জানা গেছে,বাসন্তীতে ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরে এক বছরের জন্য অ্যাটেনডেন্ট এবং পরে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে তাকে ।
গোমাংস খাওয়ার অভিযোগে হরিয়ানার চরখি দাদরি জেলায় গত ২৭ অগস্ট কয়েকজন সাবির মালিককে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করে । এই ঘটনায় ২ নাবালক-সহ সাতজনকে গ্রেফতার করেছে হরিয়ানা পুলিশ । এদিকে ঘটনার পরেই মমতা ব্যানার্জি মৃতের স্ত্রীকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন । রাজ্যসভার সাংসদ ও পরিযায়ী ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম,দেশ বাঁচাও গণমঞ্চের প্রতিনিধি শিল্পী সৈকত মিত্র, সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত, সমাজকর্মী সুশান রায়, সিদ্ধব্রত দাস, বর্ণালী মুখোপাধ্যায়, সুমন ভট্টাচার্য প্রভৃতিরা মৃতের স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন । তখনই মৃতের স্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর ফোনে কথা হয় এবং ৩ লক্ষ টাকার আর্থিক সাহায্যের পাশাপাশি তাকে চাকরি দেওয়াএ কথা জানান মুখ্যমন্ত্রী । পাশাপাশি মৃতের পরিবারের পাশে থাকার বার্তাও দেন তিনি । যদিও অনান্য সময় এই সমস্ত বিষয়ে মুখ্যমন্ত্রী নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার কথা জানালেও এক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো পোস্ট করেননি তিন । তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেলেও মৃতের স্ত্রীকে চাকরি দেওয়ার কথা এদিন সন্ধ্যা পর্যন্ত উল্লেখ করা হয়নি ।।