এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১১ ডিসেম্বর : বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসমস্ত ভিডিও ছড়াচ্ছে সেগুলি “ভুয়ো” বলে অবিহিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তিনি দাবি করেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সোশাল মিডিয়ায় ভুয়ো বেশ কিছু ভিডিও ছড়িয়েছে । সেগুলোকে ব্যবহার করে বাংলাকে অশান্ত করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পালটা প্রতিক্রিয়া,’মমতা ব্যানার্জি নিজে মৌলবাদের সমর্থক’ ।
আজ বিকেলে কলকাতায় বিধানসভার গেটের সামনে এনিয়ে শুভেন্দু অধিকারী বলেন,’ভূয়ো তো বলবেই । মৌলবাদী শক্তি যে কথা বলছে সেই কথাই মমতা ব্যানার্জির মুখ থেকে বের হচ্ছে । মমতা ব্যানার্জি নিজে মৌলবাদের সমর্থক । তার কল্যাণে এক কোটি রোহিঙ্গা মুসলমান ভারতবর্ষে ঢুকেছে । তার কল্যাণে কলকাতা ইসলামাবাদ হতে আর বেশি বাকি নাই । মমতার কল্যাণে ৭২ টা জায়গায় কয়েকশো কিলোমিটার বিএসএফ বেড়া দিতে পারছে না । ওখানকার হুজুর, মৌলানা,কট্টরপন্থী ফোর্সের যে ভাষা মমতা ব্যানার্জির সেই একই ভাষা । মমতা ব্যানার্জির ক্ষমতা থাকলে একটা ভিডিও যে ভুয়া প্রমাণ করে আপনি দেখান ।’
মমতা ব্যানার্জির ব্যক্তিগত জীবনের কিছু “ভূয়ো” তথ্য তুলে ধরে বিরোধী দলনেতা বলেন,’আপনি নিজেই ফেক ৷ আপনি যখন শুরু করেছিলেন ডক্টরেট দিয়ে তখন জ্যোতিবাবু চ্যালেঞ্জ করেছিলেন যে এই জর্জিয়া ইউনিভার্সিটি নেই । টেলিগ্রাফে নিউজ হয়েছিল । আপনি তারপর থেকে ডক্টরেট লেখেন না । যিনি নিজেই ভুয়া তার মুখ থেকে এই ধরনের ফেক বা ভুয়া বেরোবে ।’
কালীঘাটের মন্দির নিয়ে মমতা ব্যানার্জির দাবির প্রতিক্রিয়ায় শুভেন্দু অধিকারী বলেন,’আপনি বলেছেন কালীঘাট মন্দির নাকি আপনিই বানিয়ে দিয়েছেন । স্কাইওয়াকের কাজ চলছে। হ্যাঁ…এটা করতে পারেন পরিষেবার জন্য। মন্দিরের চূড়ায় স্বর্ণ লাগানো হচ্ছে, ওটা সরকারি টাকায় নয় । একটি কর্পোরেটের সি এস আর এর টাকায়। ওই গোষ্ঠীর কর্ণধার নিজে কালীঘাট মন্দিরের পূজা দিতে এসে তার গ্রুপ থেকে পঞ্চাশ কোটি টাকা এই ব্যাপারে খরচ করবেন বলেছেন । এটা তো আপনার ক্রেডিট নেওয়ার কিছু নেই । কালীঘাট মন্দিরের সৃষ্টি আপনার এই পৃথিবীতে আসার অনেক আগে । আপনি সব জিনিসের ক্রেডিট নিতে নিতে আপনি এমন এমন জায়গায় হাত দিচ্ছেন যা মানুষের আস্থাতে আঘাত বলে আমি মনে করি ।’
তিনি আরও বলেন,’আবার ওই সাংবাদিক সম্মেলনে বলতে বলতে তমলুক ও দিঘার কথা বলেছেন । নিশ্চয়ই শুরুটা আপনি করেছিলেন যখন রেলমন্ত্রী ছিলেন । প্রধানমন্ত্রীর নাম ছিল অটল বিহারী বাজপায়ী । আপনি এনডিএ সরকারের সঙ্গে ছিলেন বলে, বাজপায়ীজির মত প্রধানমন্ত্রী ছিলেন বলে দীঘা তমলুক রেলপথ সম্পূর্ণ হয়েছে । আর উদ্বোধক এর নাম ছিল এনডিএর রেলমন্ত্রী নিতিশ কুমার ।’ দীঘার মন্দিরে হিন্দুদের দোকান দেওয়ার বিষয়ে মমতা ব্যানার্জির প্রতিশ্রুতির প্রতিক্রিয়া চাওয়া হলে শুভেন্দু অধিকারী বলেন, এর উত্তর আপনারা সিদ্দিকুল্লা চৌধুরী কাছ থেকে নিন ।’।