এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৮ এপ্রিল : একদিকে যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সুপ্রিম রায়ে সদ্য কাজ চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । অন্যদিকে তখন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়করা । শুভেন্দের গলায় ঝোলানো আছে কালো কাগজে সাদা হরফে লেখা “মমতা চোর” পোস্টার । বিধায়ক শঙ্কর ঘোষ “পিসি চোর ভাইপো চোর,তৃণমূলের সবাই চোর”, “চোর মমতা গদি ছাড়ো” প্রভৃতি শ্লোগান তুলছেন আর বাকি বিজেপি বিধায়করা কাঁসর ও ড্রাম বাজিয়ে তাকে সঙ্গত দিচ্ছেন । সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,’অমানবিক ও বর্বর সরকার ।’ তিনি আরও অভিযোগ করেন,’বিগত লোকসভায় টেন্টেড শিক্ষক ও শিক্ষাকর্মীদের দিয়ে ভোট করিয়েছে । ডায়মন্ড হারবারে এরাই তৃণমূলের ভোট লুটের কাজ করেছে । ওই যে ৭ লক্ষ ভোটে জিতেছে, আমি আরটিআই করেছিলাম উত্তর দেয়নি । আমি এবারে আদালতে যাবো । ওখানে পোলিং পার্টির লিস্ট দেয়নি আমাকে । এভাবে বালির বাঁধ দিয়ে মমতা ব্যানার্জি, তার পরিবার এবং সরকারের চুরি আটকানো যাবে না।’
প্রসঙ্গত,এরাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারনে চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী । সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যোগ্য-অযোগ্য বাছাই সম্ভব নয় বলে পুরো প্যানেল বাতিল করে দেওয়া হল । যেকারণে মেধার ভিত্তিতে চাকরি পাওয়া কয়েক হাজার যোগ্য প্রার্থীকে প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার হয়ে পথে বসতে হয়েছে । সুপ্রিম রায়ের পরে এখনও রাজ্য সরকার ২০১৬ সালের এসএসসি প্যানেলের যোগ্য অযোগ্য বাছাই করেনি এবং কোনো উৎসাহও লক্ষ্য করা যাচ্ছে না । উলটে আজ দুপুরে চাকরিহারাদের সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠকে বসার কথা ঘোষণা করেন মমতা ব্যানার্জি । এদিকে চাকরিহারাদের পাশাপাশি গোটা রাজ্য জুড়ে গনরোষের সৃষ্টি হয়েছে । যোগ্য চাকরিহারারা নবান্ন অভিযানেরও ডাক দিয়েছেন । এত বিপুল সংখ্যক যোগ্য প্রার্থীদের চাকরি চলে যাওয়ায় রাজ্য জুড়ে গনরোষের সৃষ্টি হয়েছে । বিজেপির অভিযোগ যে প্রায় ২,৫০০ অযোগ্য প্রার্থীদের বাঁচাতে বাকি বিপুল সংখ্যক যোগ্যদের বলির পাঁঠা করছেন মমতা ব্যানার্জি ।।