এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৯ সেপ্টেম্বর : ‘আরো জল ছাড়ছে.. আজ রাতে সাবধানে থাকতে হবে… নবান্নে ফিরে গিয়ে দেখছি৷ ডিভিসির সাথে আর কোন সম্পর্কই রাখবো না’…পাঁশকুড়ায় পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । এর আগে উদয়নারায়ণপুরের গিয়ে মমতা ব্যানার্জি বলেছিলেন,’ম্যান ম্যাড বন্যা’র কবলে আক্রান্ত’ । যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়, ডিভিসি জল ছাড়ার আগে রাজ্যকে সতর্ক করে দিয়েছিল । কিন্তু রাজ্য সরকার কোন আগাম ব্যবস্থাই নেয়নি। মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে তিনি বলেন, ছবি তোলার জন্য বন্যা পরিস্থিতি পরিদর্শনে গেছেন মুখ্যমন্ত্রী…’খিঁচ মেরি ফটো’ । এদিকে বাংলা ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া দামোদর-বরাকর উপত্যকা এলাকা বা ক্যাচমেন্ট এরিয়ায় গত দু’দিন বা ৪৮ ঘন্টায় তেমন বৃষ্টিপাত হয়নি। যে কারণে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ অনেকটাই কমালো দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিটি বা ডিভিআরআরসি (DVRRC)। বৃহস্পতিবার সকাল থেকে এই দুই জলাধার থেকে ১ লক্ষ কিউসেকের নীচে জল ছাড়া হয়েছে বলে ডিভিআরআরসি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে। পাশাপাশি জল ছাড়ার পরিমাণ কমে যাওয়ায় ডিভিআরআরসি’র তরফে লাল সতর্কতা তুলে নেওয়া হয়েছে ।
উদয়নারায়ণপুরের পরিস্থিতি খতিয়ে দেখার পর মমতা ব্যানার্জি তার ফেসবুক পেজে লিখেছেন, ‘উদয়নারায়ণপুরের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলাম। আমার প্রাণপ্রিয় মানুষেরা আজ ‘ম্যান ম্যাড বন্যা’র কবলে আক্রান্ত। এই পরিমাণ জল আগে কোনোদিন ছাড়া হয়নি। অনেক কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন্দ্র তিন বছর ধরে আবাস যোজনার টাকা আটকে রেখেছে। তবুও, আমি কথা দিচ্ছি, দলমত নির্বিশেষে সকলের বাড়ি করে দেওয়া হবে। আমরা চেষ্টা করছি বিভিন্ন স্থানে মেডিক্যাল ক্যাম্প তৈরি করার। ত্রাণ শিবির যেন সর্বদা মানুষের সেবায় নিয়োজিত থাকে, তা সুনিশ্চিত করতে প্রশাসন তৎপর। আমি আশা করছি, দ্রুত মানুষ স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবে এবং সেই জন্য মা-মাটি-মানুষের সরকার দিবারাত্রি সচেষ্ট।’
অন্যদিকে আজ সন্ধ্যায় কলকাতায় মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন,’উনি তো ফটো তুলতে গিয়েছিলেন…১০০ ক্যামেরা । উদয়নারায়ণপুরে গিয়েছিলেন…পুলক কে সরিয়ে দিলেন….’এই সরে যা’৷ তারপর গ্যালারি অফ ক্যামেরা । গত বছরে ঘাটালের মতো পা টা ভেজালেন…তারপর খিঁচ মেরি ফটো ।’ তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন,’আমি ওনার কাছে দাবি করব, এক….২২, ২৩ ও ২৪ বর্ষায় কি কি কাজ করেছেন ? আপনার ইরিগেশন দপ্তরের মুখ্য সচিব বিবেক কুমার বা অতিরিক্ত মুখ্য সচিবকে দিয়ে প্রেস কনফারেন্স নয় ডকুমেন্টস দিন । এবারে প্রাক বর্ষায় কে কি কাজ করেছেন ? তার ডকুমেন্টস দিন ।’
পাশাপাশি নিম্ন দামোদর এলাকার বাঁকুড়ার সোনামুখী,গলসি, বুদবুদ, জামালপুর,খানাকুল, গোঘাট, পুড়শুড়া , আরামবাগ, ঘাটাল দাসপুর, পাঁশকুড়ার ক্যাচমেন্ট, আমতা, উদয়নারায়নপুরের বিস্তীর্ণ এলাকার সেচের উন্নয়নের জন্য বিশ্ব ব্যাংক থেকে দেওয়া দেওয়া ৫,৪০০ কোটি টাকার হিসাব মমতা ব্যানার্জির কাছে চেয়েছেন শুভেন্দু ।
এদিকে ডিভিআরআরসি-এর জারি করা বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, এখনও পর্যন্ত শুধুমাত্র মাইথন ও পাঞ্চেত থেকে ৬ লক্ষের মতো কিউসেক জল ছাড়া হয়েছে। এরপর রয়েছে দুর্গাপুর ব্যারেজ। তার মধ্যে মঙ্গলবার সবচেয়ে বেশি ২.৫০ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছিল মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে। বুধবার তা কমিয়ে ২ লক্ষের নীচে নামিয়ে আনা হয়। এদিন তা আরও কমিয়ে আনা হয় এক লক্ষের নীচে। এর আগে, গত সোমবার রাত পর্যন্ত ৯০ হাজার কিউসেক করে দুই জলাধার থেকে জল ছাড়া হয়েছিল। সেদিন পশ্চিমবঙ্গ সরকারের তরফে জল ছাড়ার পরিমাণ না বাড়ানোর অনুরোধ করা হয়েছিল। যে কারণে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়নি। কিন্তু, মঙ্গলবার সকালের দিকে দুই জলাধারের জলস্তর বিপদসীমায় পৌঁছে যাওয়ায় মঙ্গলবার এক ধাক্কায় জল ছাড়ার পরিমাণ ২.৫০ লক্ষে পৌঁছে যায়। যে কারনে নিম্ন দামোদর এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ।।