এইদিন ওয়েবডেস্ক,০৯ মার্চ : নবদ্বীপ থেকে বালুরঘাটগামী ‘বালুরঘাট এক্সপ্রেস’ ট্রেনে সফর করার সময় ফারাক্কার তোফাপুর গ্রামের বাসিন্দা মাফিকুল ইসলাম নামে এক বৃদ্ধ ‘উদ্দেশ্যপ্রণোদিত’ ভাবে শরীরের ছবি তোলার অভিযোগে এক তরুনী সহযাত্রী তাকে মুহুর্মুহু চড় কষিয়ে দেয় । এই ঘটনায় ইতিমধ্যেই ওই বৃদ্ধের পাশে দাঁড়িয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও সিপিএম । তৃণমূল ওই বৃদ্ধকে আইনি সহায়তা দিচ্ছে । কিন্তু চন্দন জানা (Chandan Jana) নামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একজন ভক্ত চড় কান্ডের ওই তরুনীর উপর এতটাই রুষ্ট হয়েছে যে সে প্রকাশ্য রাস্তায় ওই তরুনীর ‘বলৎকার হতে’ দেখার ইচ্ছা প্রকাশ করেছে৷
রাজ্য বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ ওই ব্যক্তির ফেসবুকের একটা পোস্ট ও প্রোফাইলের স্ক্রীন শর্ট শেয়ার করেছেন । যেখানে লাল ব্যাকগ্রাউন্ডে লেখা হয়েছে,’মুখে দাড়ি দেখে আপনি যেই ভাবে বৃদ্ধ মানুষটি কে চড়চাপড় মারলেন, ভগবানের কাছে প্রার্থনা করি আপনি কোন রাস্তায় বলৎকার হতে দেখেও সবাই যেন লাইভ করে মজা লুটে !’
প্রতিক্রিয়ায় দিলীপবাবু লিখেছেন,’মমতা ব্যানার্জি এবং টিএমসি = হিন্দু বিদ্বেষী’ । তিনি লিখেছেন,’এই হল তৃণমূল সমর্থকের পোস্ট! এটাই তাদের আসল ইচ্ছে। তারা চায় হিন্দুদের উপর এভাবেই আক্রমণ হোক, হিন্দু মা বোনেরা ধর্ষিত হোক, কোনও কেস যেন না হয়। মৌলবীরা আক্রমণ করলেও আমাদের চুপ থাকতে হবে নাহলেই পাল্টা আমাদের উপর হামলা হবে।’ চড় কান্ডের ঘটনাক্রম প্রসঙ্গে দিলীপবাবু লিখেছেন, ঘটনাক্রম লক্ষ্য করুন : প্রথমে মেয়েটির নাম, ঠিকানা সব প্রকাশ করে তার উপর হামলা চালানোর হুমকি দেওয়া । তার বিরুদ্ধে তৃণমূলের বিধায়কের এফআইআর । একাধিক তৃণমূল নেতা নেত্রী ওই মোলেস্টারের সমর্থনে এগিয়ে আসা । তৃণমূল চায় নিরঙ্কুশ মুসলিম সমর্থন। যাতে আগামী দিনে হিন্দু মেয়েদের সঙ্গে কেউ কিছু ভুল করলেও ভয়ে প্রতিবাদ না করা হয় । সেই রাস্তাই পাকা করতে চাইছে।’
দিলীপবাবুর শেয়ার করা চন্দন জানা নামে ওই ব্যক্তির ফেসবুক পেজের ফলোয়ার্স ৬.৪ কে এবং তিনি ৪৭৩ জনকে ফলো করেন । প্রোফাইলে পিকচারে নিজের ছবি না দিয়ে সিঁথিতে সিঁদূর দেওয়া একজন মহিলার ছবি দেওয়া হয়েছে । আর একটা প্রোফাইলে পিকচারে রয়েছে মমতা ব্যানার্জি ও ভারতের জাতীয় পতাকার ছবি এবং ছবিতে লেখা আছে,’এবার বাঙালী প্রধানমন্ত্রী চাই’ । পাশাপাশি প্রোফাইলে আরও লেখা হয়েছে,’জীবন আছে যতদিন মায়ের সঙ্গে ততদিন’, ‘জয় বাংলা জয়’ও ‘তৃণমূল মা মাটি মানুষ জিন্দাবাদ’ । কলকাতার ঠিকানা দেওয়া ওই প্রোফাইলটি বানানো হয়েছিল ২০২২ সালের ৬ এপ্রিল । যদিও প্রোফাইলটি হাতড়ে দিলীপবাবুর উল্লিখিত পোস্টটি দেখা যায়নি । সম্ভবত বিতর্কের সৃষ্টি হওয়ায় মুছে ফেলা হয়েছে । পাশাপাশি প্রোফাইল ইমেজ পরিবর্তনও করা হয়েছে । কেউ কেউ মনে করছেন ওই ফেসবুক আইডিটি ভুয়ো নামে খোলা হয়েছে । তবে দিলীপ ঘোষ তার প্রোফাইল লিঙ্ক শেয়ার করেননি ।।