এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৩ সেপ্টেম্বর : ভবানীপুর বিধানসভার উপনির্বাচনে বিজয়ী হলেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে ৫৮ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন । নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন মোট ৮৪,৭০৯ টি ভোট । সেখানে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের পক্ষে ভোট পড়েছে ২৬,৩২০ টি । অন্যদিকে সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস পেয়েছেন ৪,২০১ টি ভোট ।
প্রসঙ্গত,চলতি বছরের মে মাসে বিধানসভা নির্বাচনে দক্ষিন কলকাতার ভবানীপুর আসনে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছিল তৃণমূল । তিনি বিজেপির তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষকে হারিয়ে বিজয়ী হন । এদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু তাঁকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে পরাজয় স্বীকার করতে হয় । এরপর ভবানীপুরের আসনটি মুখ্যমন্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য বিধায়ক পদ থেকে ইস্তফা দেন শোভনদেব ৷ মুখ্যমন্ত্রী পদে টিকে থাকতে গেলে এই আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়লাভ করতেই হত । শেষ পর্যন্ত তাঁর প্রত্যাশা পূর্ণ করেছে ভবানীপুরবাসী । উপনির্বাচনে ভবানীপুরের ৮ ওয়ার্ডে সবকটিতেই ভালো ব্যবধান পেয়ে জয়ী হয়েছেন মুখ্যমন্ত্রী ।।
ছবি : সোশ্যাল মিডিয়া ।