এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৬ জানুয়ারী : আগামী ২২ জানুয়ারী ভারতের ইতিহাসে উল্লেখযোগ্য একটা দিন । দীর্ঘ পাঁচ শতাব্দী পর হিন্দুদের বহু প্রতিক্ষিত রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে । ওই দিন সাত হাজার বিশিষ্টজনকে আমন্ত্রণ জানিয়েছে রাম মন্দির ট্রাস্ট । ওই তালিকায় রয়েছে রাজনৈতিক নেতাদেরও নাম । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল বলে খবরব৷ কিন্তু তিনি রাম মন্দিরের উদ্বোধন না গিয়ে কলকাতায় ওইদিন ‘সংহতি মিছিল’ করবেন বলে ঘোষণা করেছেন । কলকাতার হাজরা থেকে পার্ক সার্কাস ওই মিছিল হবে বলে জানানো হয়েছে । কিন্তু রাম মন্দির উদ্বোধনের দিন সংহতি মিছিলের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি । রাম মন্দির উদ্বোধনের দিন কলকাতায় সংহতি মিছিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খোঁচা দিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘আপনি বাবরের পক্ষে হলে মিছিল করুন কোন অসুবিধা নেই। বিজেপি ভগবান রামের পক্ষে লড়াই করবে ।’ আজ মঙ্গলবার দুপুরে বিজেপির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার বাগডহর মোড়ে আয়োজিত জনসভায় এই মন্তব্য করেছেন সুকান্ত ৷
এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন,’আমি প্রথমে মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে, মিছিল করে, পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা সভা করব । কালী মন্দির-মসজিদ-গুরুদ্বার সবকিছুকে ছুঁয়ে, সবধর্মের মানুষকে নিয়ে, আমরা একটি মিছিল করল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিলটা করব ।’ শুধু তাইই নয়, রাজ্যের জেলাগুলির প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে ২২ জানুয়ারি বেলা ৩টেয় সম্প্রীতি মিছিল হবে হবে বলে ঘোষণা করেন মমতা ব্যানার্জি ।
উল্লেখ্য,চলতি বছরেই হতে চলেছে লোকসভা নির্বাচন । সেই কারণে মুসলিমদের তুষ্টিকরণের জন্যে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে সিপিএম ও কংগ্রেস প্রভৃতি রাজনৈতিক দলগুলি । এবার মমতা ব্যানার্জি ওই দুই দলেরই পদাঙ্ক অনুসরণ করলেন বলে মনে করছে অভিজ্ঞমহল ।।