এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩০ এপ্রিল : আজ বুধবার শুভ অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় শুভেন্দু অধিকারী বর্ণিত ‘জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের’ আনুষ্ঠানিক উদ্বোধন হল । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন,’সকলকে জানাই অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন। এই পুণ্যতিথিতে নবনির্মিত দিঘার জগন্নাথধামে প্রভু জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রার বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা এবং মন্দিরের দ্বারোদঘাটন সম্পন্ন করলাম। ১০৮ উপকরণ দিয়ে করা হল প্রভুর অভিষেক। প্রভুর প্রভু শ্রী শ্রী জগন্নাথদেবের পাদস্পর্শে ধন্য হোক বাংলার মাটি। আদ্যাপীঠ, দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, কামারপুকুর, জয়রামবাটি, কচুয়া লোকনাথধাম- সব জায়গা থেকেই সমস্ত ধর্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আমি শিল্পী ও স্থপতিদের ধন্যবাদ জ্ঞাপন করছি, তাঁদের অক্লান্ত পরিশ্রমে সৃষ্টি এই জগন্নাথ মন্দির। মা-মাটি-মানুষ আমার গোত্র, আমি তাঁদের উৎসর্গ করলাম এই নবনির্মিত দিঘার জগন্নাথ মন্দির। আজ থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হল মন্দির। এই বিশেষ দিনে আগামীর ইতিহাস বিশ্বের মানুষের সামনে বাংলাকে তুলে ধরবে এক নতুন আলোয়। বাংলার এই মিলনস্থল যুগ-যুগান্ত ধরে বাংলার কৃষ্টি, সংস্কৃতি এবং ঐতিহ্যের সাক্ষী হয়ে থেকে যাবে। ধর্ম কখনও মুখে প্রচার করা যায় না, ধর্ম হৃদয়কে ছুঁয়ে যায়। মানুষে আস্থা, ভরসা, বিশ্বাস ও ভালবাসা রাখাই ধর্ম। জগন্নাথদেবের অপার মহিমায় কল্যাণ, শান্তি, সৌহার্দ্য বর্ষিত হোক বিশ্বচরাচরে। নবনির্মিত এই তীর্থক্ষেত্রই হোক জনমানসের মিলনক্ষেত্র। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ। জয় বাংলা।’
কিন্তু অনুষ্ঠানে মমতা ব্যানার্জি পোশাক নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্য বিজেপির যুবনেতা ও কলকাতা হাইকোর্টের আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি । তিনি মুখ্যমন্ত্রীর কয়েকটা ছবি পোস্ট করেছেন নিজের এক্স হ্যান্ডেলে । ছবিতে সাদা শাড়িতে দেখা গেছে মুখ্যমন্ত্রীকে । সেই সাথে স্কার্ফের মত কিছু দিয়ে নিজের মাথা ঢাকতে দেখা গেছে৷ যানিয়ে প্রশ্ন তুলেছেন তরুনজ্যোতি৷ তিনি ইঙ্গিতপুর্ণ ভাবে লিখেছেন,’একজন ধর্মপ্রাণ মুসলিমের পোষাক ও পরিধান তার বিশ্বাস ও ধর্মাচরণের অঙ্গ। হিজাব তাদের ধর্মীয় পরিচয়ের প্রতীক। এর মধ্যে দোষ বা বিতর্কের কিছু নেই। এদিকে, জগন্নাথ কালচারাল সেন্টারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিধান ছিল সুন্দর। তবে বাকিটা বলার প্রয়োজন নেই—বুদ্ধিমানরা সহজেই বুঝে নিচ্ছেন আসল বার্তা।’
তবে এদিন দিঘার ওই বিশেষ অনুষ্ঠানে দেখা গেছে রাজ্য বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ আর তার স্ত্রীকে । মুখ্যমন্ত্রী সেই ভিডিও পোস্ট করেছেন । ভিডিওতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দিলীপ ঘোষকে জমিয়ে গল্প করতে দেখা যায় । বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে । তবে বিজেপি এখনো প্রকাশ্যে মুখ না খুললেও মুর্শিদাবাদে হিন্দুদের উপর হামলার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে দিলীপ ঘোষের এই সাক্ষাৎকার মেনে নিতে পারছেন না বিজেপির অনেক নেতাকর্মীরা ।।

