এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,১৫ এপ্রিল : এবার রাম নবমীকে ‘ওদের দাঙ্গা করার দিন’ এবং বিজেপি ফের ক্ষমতায় এলে ‘গোমূত্র ও গোবর’ খাওয়াবে বলে মুসলিমদের ‘সতর্ক’ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । আজ সোমবার কোচবিহারে এক নির্বাচনী জনসভায় বিজেপিকে নিশানা করতে গিয়ে এই সমস্ত মন্তব্য করেছেন তিনি । মুখ্যমন্ত্রী মুসলিমদের সতর্ক করে বলেন, ‘এবারের রাম নবমীকে ওদের দাঙ্গা করার দিন । প্ররোচনায় পা দেবেন না। শ্লোগান বা গালাগালি দিলে মাথা ঠান্ডা রাখবেন। আল্লার নাম করে ওদের বিদায় চাইবেন।’
পাশাপাশি সিএএ,এনআরসি,অভিন্ন দেওয়ানি বিধির ‘জুজু’র ভয়ও দেখান তিনি । মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে বলেন,’আপনারা দেখেছেন কাল ইস্তাহারে কি বলেছে? আমি যেটা আগে বলি, সেটা অনেকে পরে বোঝে ।বলেছিলাম, মাছের মাথাটা হচ্ছে ক্যা (সিএএ), আর লেজটা হচ্ছে এনআরসি। মধ্যের পেটিটা হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি। ক্ষমতায় ফিরে এলে সিএএ, এনআরসি এবং অভিন্ন দেওয়ানি বিধির মাধ্যমে মানুষের অধিকার কেড়ে নেবে বিজেপি সরকার ।’
এরপর তিনি ‘গোমুত্র’ ও ‘গোবর’ খাওয়ানোর কথা শোনা যায় মমতা ব্যানার্জির গলায় । তিনি বলেন, ‘আপনি কি খাবেন, ওরা সকালবেলায় লিখে দেবে । সকালের চায়ের সঙ্গে গোমূত্র খাও। দুপুরবেলায় গোবরের সঙ্গে কিছু মিশিয়ে খেতে বলবে । সন্ধ্যায় কি খাবেন, রাতে আপনি কত ঘণ্টা ঘুমোবেন, সেটাও ওরা ঠিক করে দেবে ।’ পাশাপাশি ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন তুলতে শোনা যায় । তিনি বলেন,’ওরা চায় ভোটটা যাতে না হয় তাই দাঙ্গা করে এনআইএ ঢুকিয়ে দেবে,আর ওরা ছাপ্পা মারবে । আগেরবার শীলতকুচির মতো আবার গুলি চালিয়ে দেবে, আবার আপনাদের বিপদে ফেলবে ।’ সেই সাথে কোচবিহারের বিজেপি প্রার্থীকে ‘গুন্ডা সরদার’ বলে অবিহিত করেন মমতা ব্যানার্জি ।।