এইদিন ওয়েবডেস্ক,আলিপুরদুয়ার,১২ ডিসেম্বর : বাংলাদেশের কট্টরপন্থী মুসলিমরা বর্তমানে সে দেশের সংখ্যালঘু হিন্দুদের জীবন কার যত নরকে পরিণত করে দিয়েছে । বহু হিন্দু ভারতে পালিয়ে আসছেন অথবা পালিয়ে আসার জন্য তৈরি আছেন । হিন্দুদের এই পলায়নের মাঝেই বাংলাদেশী মুসলিমরাও ভারতে এসে ঢুকে পড়ছে । যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশ থেকে এসে এরাজ্যে দেশে আশ্রয় নিতে পারে । তবে তিনি হিন্দু অথবা মুসলিম অনুপ্রবেশকারীর বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি । রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেছেন যে বাংলাদেশ সীমান্তবর্তী ৯৫০ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি দিচ্ছেন না মমতা ব্যানার্জি । উনি চাইছেন ওই উন্মুক্ত সীমান্ত দিয়ে বাংলাদেশী ও রোহিঙ্গা মুসলিমরা পশ্চিমবঙ্গে এসে ঢুকুক ।
আজ বৃহস্পতিবার আলিপুরদুয়ারের চৌপথী – সুপার মার্কেটে সদস্যতা অভিযান এবং জনসংযোগ করেন দিলীপ ঘোষ । তারি মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয় তিনি বলেন, ‘মমতা ব্যানার্জি বাংলাদেশ সীমান্তে তারকাটার বেড়া লাগাতে দিচ্ছেন না, ৯৫০ কিলোমিটার এখনো বাকি আছে। কেন্দ্র সরকার টাকা দিলেও জমি দিচ্ছে না । কারণ উনি চাইছেন সীমান্ত খোলা থাক, মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গারা এসে ঢুকুক । আফগানিস্তানের লোক এসে পুরসভায় জন্ম এবং মৃত্যুর শংসাপত্র করে নিচ্ছে । এটা কি চলছে ? পশ্চিমবঙ্গটা কি আফগানিস্তান হয়ে গেছে নাকি ? মমতা ব্যানার্জি এটা না করে মন্দির বানাতে যাচ্ছেন ।’
বাংলাদেশের বর্তমান সাম্প্রদায়িক পরিস্থিতি সম্পর্কে তিনি বলেছেন,’কিছু উগ্রপন্থী মাথাখারাপ লোক ওখানে দাপিয়ে বেড়াচ্ছে । বাংলাদেশে কোন আইন নাই সুপ্রিম কোর্ট নেই । সুপ্রিম কোর্টের বিচারপতিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে । প্রধানমন্ত্রীরও পালিয়ে যেতে হয় । আজ ওখানে কোন সরকারই নেই । কিছু দুষ্কৃতী ওখানে দাপিয়ে বেড়াচ্ছে । দেশটাকে শ্মশান বানিয়ে দিল । ওখানে কোন ন্যায় নীতি নাই, কোন আইন নেই । বাংলাদেশকে সিরিয়া বানানোর চক্রান্ত চলছে।’
তিনি বলেন,’সিরিয়াতে গত কয়েক বছরে ৫০ লক্ষ লোক দেশ ছেড়ে পালিয়েছে । এক লক্ষ লোককে হত্যা করা হয়েছে । ওসব দেশে থাকার মত অবস্থা নেই । বাংলাদেশকেও সিরিয়া করার চক্রান্ত চলছে । আজ বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোক পালিয়ে আমাদের দেশে এসে ঢুকছে । আমরা চাই বাংলাদেশ শান্তিতে থাকুক, ওখানকার মানুষ শান্তিতে থাকুক । আর সেজন্য অত্যাচার বন্ধ হোক। কেন্দ্র সরকার চেষ্টা করছে এবং কথাবার্তা ইতিমধ্যে শুরু হয়ে গেছে । তবে বাংলাদেশকে শান্ত করার মতো ভারতের শক্তি আছে।’।