এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২১ জুলাই : ধর্মতলায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে “ভাষা আন্দোলন” শুরু করার হুমকি দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । মমতার কথায়, ‘বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে কেন? নবজাগরণ হয়েছে বাংলা থেকেই। বাংলার মাটি দুর্বৃত্তদের হবে না। বাংলার মানুষকে যদি বাংলা বলার জন্য বাইরে গ্রেপ্তার করা হয়, এই লড়াই দিল্লিতে হবে। আমি কিন্তু ছাড়ার লোক নেই।’
বিজেপিকে নিশানা করে মমতার বক্তব্য,’বাংলায় কথা বলতে ভয় পান আপনারা। বাংলা রবন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, নজরুলের জন্ম দিয়েছে। বাংলা থেকেই লেখা হয়েছে, জাতীয় সংগীত।’ তিনি বলেন,’যখন তৃণমূল জন্ম নিয়েছিল, বলেছিল ঘাস গরুতে খেয়ে নেবে। এখন তৃণমূল বটবৃক্ষ। যাঁরা ভাবছেন মমতা- অভিষেককে গালাগালি দিয়ে তৃণমূলকে গুঁড়িয়ে দেবেন, বড় ভুল করছেন। কী ভেবেছো? ইডি-সিবিআই দিয়ে শেষ করবেন? চ্যালেঞ্জ রইল। ড্যামেজ ম্যানেজ করা যায় না। কত জনকে জেলে জায়গা দেবেন?’

