এইদিন ওয়েবডেস্ক,লন্ডন,২৮ মার্চ : লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তা হিসেবে যাওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রবাসী হিন্দুদের কাছ থেকে কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। বেশ কয়েকটি ভিডিও প্রকাশ পেয়েছে যেখানে কিছু লোককে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর রাজ্যে হিন্দুদের উপর আক্রমণ এবং আরজি কর হাসপাতালের অভয়ার ন্যায় বিচার সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করতে দেখা গেছে।
ভিডিওতে লন্ডনের হিন্দুদের বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করতে শোনা যাচ্ছে। কেউ জিজ্ঞাসা করে কতজন হিন্দুকে হত্যা করা হয়েছে ? দ্বিতীয় ব্যক্তি বলছেন- আপনি কি হিন্দুদের জন্য কিছু কথা বলতে চান?
এই ভিডিওটি বিজেপির সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করা হয়েছে। অমিত মালব্য তার টুইটে লিখেছেন- “লন্ডনের কেলগ কলেজে আরজি কর মামলার ক্ষোভে বাঙালি হিন্দুরা বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান তুলেছিল, সন্দেশখালিতে নারীদের হয়রানির উপরও ক্ষোভ প্রকাশ করেছিল, হিন্দুদের গণহত্যা এবং প্রচলিত দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছিল।’
রাজ্য বিজেপির যুবনেতা তরুনজ্যোতি তিওয়ারি লিখেছেন,’ভাড়ায় খাটা লোক তো সব জায়গায় পাওয়া যায়, তাই লন্ডনে গিয়েও কিছু লোককে টাকা দিয়ে নিয়ে গিয়েছিলেন শুধু হাততালি দেওয়ার জন্য। কিন্তু আপনি ভুলে গিয়েছিলেন, সবাইকে কেনা যায় না। তাই কিছু প্রকৃত বাঙালি আপনাকে মনে করিয়ে দিল—আপনি একজন প্রতিষ্ঠিত মিথ্যেবাদী এবং নিম্নমানের রাজনীতিবিদ ছাড়া কিছুই নন। ধর্ষণ নিয়ে প্রশ্ন উঠতেই নাটক—”বিচারাধীন মামলা”! অথচ বিরোধীদের ক্ষেত্রে আপনি নিজেই বিচারক হয়ে যান! আর যখন প্রশ্নের মুখে পড়লেন, তখন কৌশল পাল্টে “ফাটা মাথা” আর “ভাঙা পা” দেখিয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা! Oh really? তিনি আরও লিখেছেন,’আজ মাত্র কয়েকজন গিয়েছিল, তাতেই আপনার এই অবস্থা! ভাবুন, সেদিন কী করবেন যেদিন বাংলার মানুষ সামনাসামনি দাঁড়িয়ে প্রশ্ন করবে? কোন ছবি দেখাবেন? ভাগ্য ভালো, ওরা আপনার নির্ভয়ার বাবা-মাকে টাকা দিয়ে কিনতে চাওয়া, ধর্ষকদের পক্ষে সাফাই গাওয়া, RG Kar-এর প্রমাণ লোপাট এসব নিয়ে কিছু বলেনি! বরং আপনাকে রেহাই দিয়ে দিয়েছে! ওদের পা ধরে ধন্যবাদ দিন, কারণ তারা আপনার মিথ্যের ফানুস সম্পূর্ণ উলঙ্গ করেনি! শিল্প আর বিনিয়োগের কথা বললেন, অথচ পশ্চিমবঙ্গে শিল্প মৃত। বিনিয়োগ গায়েব। আপনি জানেন, বললে মানুষ হাসবে। তাই চুপ থাকাই ভালো ছিল, মাননীয়া!’