এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৯ মে : আজ আলিপুরদুয়ারে জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে উঠে এসেছে মুর্শিদাবাদ-মালদহের সাম্প্রতিক হিংসার প্রসঙ্গ৷ তিনি রাজ্য সরকারকে ‘নির্মম’ বলে কটাক্ষ করে রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন । সম্প্রতি মুর্শিদাবাদের হিংসার তদন্তে হাইকোর্টের গঠিত ৩ সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম(সিট)-এর রিপোর্টও প্রকাশ্যে আসে । তাতে নাম ধরে তৃণমূলের মুসলিম নেতাদের হিংসার জন্য দায়ি করা হয়েছে । যদিও পূর্বের মত ফের একবার এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুর্শিদাবাদ -মালদহের হিংসার যাবতীয় দায় বিজেপির ঘাড়ে চাপিয়ে দিয়েছেন ।
প্রধানমন্ত্রীর সভা শেষ হতেই নবান্নে সাংবাদিক বৈঠক ডাকেন মমতা৷ সেখানে তিনি মন্তব্য করেন,’মালদা ও ‘মুর্শিদাবাদের ঘটনা বিজেপি ঘটিয়েছে । দাঙ্গা লাগানোর ওস্তাদ বিজেপি। তার তথ্যপ্রমাণ রয়েছে আমাদের কাছে। চাইলে দিয়ে দেব।’ তিনি বলেন, ‘বাংলার সরকার মানবিক সংসার। বিজেপি বিভাজন করছে।’ পাশাপাশি মুখ্যমন্ত্রী দাবি করে বসেন,’বাংলার সামাজিক অবস্থা সব থেকে ভালো যা বিশ্বের অন্য কোথাও নেই। সেই জন্য আমি গর্বিত।’।

