এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৫ আগস্ট : শিক্ষক নিয়োগ দূর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারির পর প্রধানমন্ত্রীর সকাশে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী । শুক্রবার(০৫ আগস্ট,২০২২) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সন্ধ্যায় তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করতে পারেন বলে শোনা যাচ্ছে ।এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক নিয়ে দলের হাইকম্যান্ডকে সতর্ক করে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ । দিলীপ বলেছেন,’তিনি (মমতা) এই মিটিংগুলিকে একটি সংকেত দেওয়ার জন্য ব্যবহার করছেন । দেখাতে চাইছেন সেটিং (ডিল) হয়ে গেছে । কেন্দ্রের এটি বোঝা উচিত এবং নিজেদের ব্যবহার হতে দেওয়া উচিত নয় ।’
চারদিনের জন্য দিল্লি এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রধানমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে যে বিষয় নিয়ে কথা বলেছেন তার মধ্যে অন্যতম রাজ্যের জিএসটির বকেয়া । এছাড়া আগামী ৭ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নীতি আয়োগ পরিচালনা পরিষদের যে বৈঠক হতে যাচ্ছে তাতেও মুখ্যমন্ত্রী অংশগ্রহন করবেন বলে জানা গেছে ।
প্রধানমন্ত্রীর বাসভবনে যাওয়ার আগে আগে দলীয় সাংসদদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী । এই বৈঠকের বিষয়ে তৃণমূলের টুইটার হ্যান্ডেলে জানানো হয়েছে,বৈঠকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কৌশল নিয়ে মূলত আলোচনা হয়েছে । ঠিক করা হয়েছে দলের আগামী দিনের রনকৌশল ।।