এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৪ আগস্ট : কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুনী চিকিৎসককে গনধর্ষণ-খুন নিয়ে তোলপাড় গোটা দেশ । ‘মেয়েরা রাতের দখল নাও’ আহ্বানে আজ রাতে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হতে চলেছে রাজ্যের নারীশক্তি । অরাজনৈতিক মানুষ এই ঘটনায় রাজ্য সরকার ও কলকাতা পুলিশের ভূমিকায় ক্ষোভে ফুঁসছেন । এরই মাঝে কন্যাশ্রী দিবসের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটা পোস্টের কড়া প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন নেটিজেনরা ।
মমতা ব্যানার্জির ওই পোস্টারে লেখা হয়েছে, ‘কন্যাশ্রী মোদের গর্ব’ । ‘পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ২০১৩ সালের অক্টোবর মাসে কন্যাশ্রী প্রকল্পের সূচনা করা হয় । ২০১৭ সালে রাষ্ট্রসংঘ কন্যাশ্রী প্রকল্পকে স্বীকৃতি জানিয়ে প্রথম পুরস্কার ভূষিত করে ৷’ এদিকে এই পোস্টের পর আরজি কর হাসপাতালের তরুনী চিকিৎসককে গনধর্ষণ-খুন নিয়ে মুখ্যমন্ত্রীকে কার্যত তুলে ধরা করেছেন নেটিজেনরা ।
মিতালি চক্রবর্তী লিখেছেন,’আমরা যারা আপনার ভক্ত সমর্থক তারা কোনঠাসা হয়ে যাচ্ছি দিদি। কন্যা দের সুরক্ষা দিন। তিলত্তমার খুনি দের শাস্তি দিন ।’ বিপ্লব সাহা লিখেছেন,আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে যেদিন কন্যাশ্রী প্রকল্প সফলতা অর্জন করেছে কিন্তু পশ্চিমবঙ্গের নারীরা নিরাপদ নয়। তাই আমাদের নারীদের করুণ অবস্থার কথা ভুলে গেলে চলবে না এবং বাস্তবসম্মতভাবে ব্যবস্থা নেওয়া উচিত।’
ভুবন লিখেছেন,’কন্যাশ্রী প্রকল্প অত্যন্ত একটা ভালো প্রকল্প। মেয়েদের শিক্ষায় অগ্রগতিতে বিশেষ সহায়তা করে। মেয়েদেরকে সমাজের অলৌকিক জগৎ থেকে আলোকিত পথে নিয়ে আসার একটা চরম পদক্ষেপ। কিন্তু ম্যাম, আপনার নিকট একটি বিশেষ নিবেদন রইলো যেমন এইদিকে ভালো করেছেন, তেমনি কন্যাশ্রী প্রাপকদের সুরক্ষার দিকটা একটু দেখবেন, কারন প্রতিনিয়ত কোথাও না কোথাও ( স্কুল, কলেজ, বাগানবাড়ি, হাস্পাতাল, জঙ্গল, রাস্তায়) এরাই সমাজের হিংস্র জন্তুদের শিকার হচ্ছে। আশা রাখবো যে অতি অবশ্যই আপনি দেখবেন এদের সুরক্ষা এবং হিংস্র পশুরা যেন চিড়িয়াখানা তেই আবদ্ধ থাকে।’
প্রশান্ত দাসের প্রতিক্রিয়া,’কন্যাশ্রী দিবস তখনই সার্থক হবে যখন আমাদের রাজ্যে সমস্ত কন্যা সুরক্ষিত থাকবে এবং নিরাপদে বিচরণ করবে। আপনার কাছে আমার একান্ত অনুরোধ আর জি করের চিকিৎসক নিগ্রহের ঘটনায় আপনি কড়া ব্যবস্থা গ্রহণ করবেন তবেই কন্যাশ্রী দিবস স্বার্থক হবে আমাদের রাজ্যে।’
অরুন আলো সিংহ রায়ের প্রতিক্রিয়া,’রাজ্যের সম্মান মাটিতে মিশিয়ে,এখানে মা মাটি মানুষের আদিখ্যেতা , ভেবেও অবাক হই যে কোথায় বাস করি ।’সেলিমা খাতুন লিখেছেন,’কন্যাশ্রী দিবস তখনই সার্থক হবে যখন আমাদের রাজ্যে কন্যা সুরক্ষিত থাকবে এবং নিরাপদে বিচরণ করবে ।’ আখতার আলির প্রতিক্রিয়া, ‘কন্যাশ্রী হচ্ছে হোক সাথে কন্যার সুরক্ষাটা দেন ।’
আবদুক্কা ওবেয়েদ লিখেছেন,’কন্যাশ্রী নিয়ে কি হবে দিদি? কন্যাশ্রী৷ এমএ, বিএড,নেট, সেট, সবকিছু পাশ করেও আজ বেকার হয়ে পড়ে আছে তারা,,, তারা স্বপ্ন দেখেছিল স্কুলের শিক্ষক হবে, না হয় প্রফেসর হবে কিন্তু আজ তারা হতাশায় ভুগছে।তাই আপনার কাছে আমার একান্ত অনুরোধ যে আপনি অতি সত্তর স্কুল গুলোকে সচল রাখতে শিক্ষক নিয়োগ করুন।’।