এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১১ এপ্রিল : ওয়াকফ সংশোধনী বিল এখন আইনে পরিণত হয়েছে । কিন্তু মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণাধীন তৃণমূল কংগ্রেস সরকার বলেছে যে এরাজ্যে ওয়াকফ সংশোধনী আইন লাগু করা হবে না৷ রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এ রাজ্যে ওয়াকফ আইন কার্যকরী হবে না। এবার সেই ওয়াকফ আইন নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । আগামী ১৬ এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠকে রাজ্যের মৌলবী থেকে ইমামদের সেখানে উপস্থিত থাকার কথা। বৃহস্পতিবার ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে মন্ত্রী সিদ্দুকুল্লা চৌধুরীর জামায়েত উলেমা হিন্দ কলকাতায় বিশাল সমাবেশ করে । ওই সমাবেশে সিদ্দুকুল্লা হুমকি দেয় যে ভবিষ্যতে ৫০ জায়গায় ১০,০০০ করে লোকের জমায়েত করে কলকাতাকে স্তব্ধ করে দেবেন । আজ ফের মুসলিম অধ্যুষিত কলকাতার মেটিয়াবুরুজের রাস্তায় বিশাল জমায়েত হয় । জুম্মার নামাজের পর মেটিয়াবুরুজ স্বব্ধ করে দেয় মুসলিম জনতা । বিষয়টি স্বাভাবিকভাবে দেখছেন না বিজেপির সর্বভারতীয় আইটি সেলের ইনচার্জ অমিত মালব্য । তাঁর প্রতিক্রিয়া, ‘ওয়াকফ সংশোধনীর বিরুদ্ধে প্রতিবাদের নামে মমতা ব্যানার্জি আগুন নিয়ে খেলছেন, যা তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না ।’
কলকাতার মেটিয়াবুরুজের জমায়েতের একটি ভিডিও শেয়ার করে অমিত মালব্য এক্স-এ লিখেছেন,’মুসলিম তোষণের রাজনীতি একটি পিচ্ছিল ঢালু পথ — ইতিহাস আমাদের দেখিয়েছে যে এর শেষ কখনও ভালো হয় না। ধর্মীয় ভিত্তিতে বিভক্ত হওয়ার পর ভারত ইতিমধ্যেই এর জন্য একটি বিরাট মূল্য দিয়েছে।আমরা কেবল আমাদের প্রতিবেশী দেশগুলিতেই নয়, বরং পশ্চিমা বিশ্বেও অনিয়ন্ত্রিত জনসংখ্যাগত পরিবর্তন এবং তোষণের রাজনীতির পরিণতি দেখেছি। এই মুহূর্তে, পশ্চিমবঙ্গেও একই বিপজ্জনক ধরণ দেখা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চাদগামী রাজনীতিতে উৎসাহিত এবং উৎসাহিত হয়ে, বিশাল জনতা শুক্রবারের নামাজের পর ওয়াকফ সংশোধনীর বিরুদ্ধে প্রতিবাদ করতে রাস্তায় নেমেছে — অনেকেই এর অর্থ কী তা বুঝতেও পারেনি। যেটি আইন ও শাসনের বিষয় হওয়া উচিত ছিল তা সাম্প্রদায়িক উত্তেজনায় পরিণত হয়েছে।’
তিনি লিখেছেন,’মালদা জেলার ধুলিয়ান পৌরসভা, মালঞ্চা ফারাক্কার মতো জায়গায় কী ঘটছে তা একবার দেখুন — প্রতিবাদের আড়ালে হিংস্র জনতা মন্দির ভাঙচুর করছে এবং হিন্দুদের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে। ইন্টারনেট বন্ধ থাকার কারণে এই অঞ্চল থেকে কোনও যোগাযোগ নেই। পশ্চিমবঙ্গ পুলিশকে হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। কলকাতার কেন্দ্রস্থলে অবস্থিত একটি পরিচিত মুসলিম-সংখ্যাগরিষ্ঠ এলাকা মেটিয়াব্রুজ থেকে নেওয়া নীচের ভিডিওটি ক্রমবর্ধমান অস্থিরতার চিত্র তুলে ধরে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভাবছেন যে তিনি একটি রাজনৈতিক খেলা খেলছেন, কিন্তু তিনি আসলে যা করছেন তা হল এমন একটি আগুন জ্বালানো যা তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। কথা বলার এবং বাংলাকে বাঁচানোর সময় এখনই — অনেক দেরি হওয়ার আগেই।’।