এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৬ ডিসেম্বর : মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ূন কবিরকে বহিষ্কার করা হলেও এটা যে নিছক আই ওয়াশ, তা মোটামুটি নিশ্চিত বিজেপি । আজ শনিবার কয়েক হাজার পুলিশ বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর, বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব মোটামুটি স্থির সিদ্ধান্তে এসেছেন যে পুরো ঘটনাক্রম মমতার সুপরিকল্পিত রনকৌশলের অঙ্গ । লক্ষ্য সেই ২০২৬ সালের বিধানসভার ভোট ৷ প্রতিষ্ঠান বিরোধী হাওয়াকে কাটাতে মমতা ব্যানার্জি শেষ পর্যন্ত ধর্মকেই হাতিয়ার করছেন বলে মনে করছে বিজেপির নেতারা । বিজেপির সর্বভারতীয় আইটি ইনচার্জ অমিত মালব্য আজ মন্তব্য করেছেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগুন নিয়ে খেলছেন।” এর আগে গতকাল পুরুলিয়াতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও নাম ন করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেছিলেন, “আগুন নিয়ে খেলবেন না ।”
অমিত মালব্য এক্স-এ এই বিষয়ে লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগুন নিয়ে খেলছেন। মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে প্রকাশিত খবরে গুরুতর উদ্বেগের সৃষ্টি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক স্বার্থে মুসলিম অনুভূতিকে মেরুকরণের জন্য ‘বরখাস্ত’ টিএমসি বিধায়ক হুমায়ুন কবিরকে ব্যবহার করছেন। স্থানীয় তথ্য অনুসারে, কবিরের মুসলিম সমর্থকদের একটি দলকে বাবরি মসজিদ নির্মাণের জন্য ইট বহন করতে দেখা গেছে, এবং তিনি আরও দাবি করেছেন যে পশ্চিমবঙ্গ পুলিশ তাকে সমর্থন করছে এবং এই কার্যকলাপের জন্য নিরাপত্তা প্রদান করেছে।’ মাথায় করে ইঁট বহনের ভিডিও শেয়ার করেছেন তিনি ।
এরপর অমিত মালব্য লিখেছেন,’বেলডাঙ্গা রাজ্যের সবচেয়ে সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল অঞ্চলগুলির মধ্যে একটি, যেখানে সংঘর্ষের দীর্ঘ ও অস্থির ইতিহাস রয়েছে। এখানে যেকোনো সংগঠিত অস্থিরতার ফলে NH-12 অবরোধের সৃষ্টি হতে পারে, যা উত্তরবঙ্গকে রাজ্যের বাকি অংশের সাথে সংযুক্ত করে। এই ধরনের পরিস্থিতি আইন-শৃঙ্খলা, গতিশীলতা এবং কেবল রাজ্যের অভ্যন্তরীণ সংহতি নয়, জাতীয় নিরাপত্তার জন্যও মারাত্মক পরিণতি ডেকে আনবে। এই তথাকথিত মসজিদ প্রকল্পটি কোনও ধর্মীয় প্রচেষ্টা নয় বরং একটি রাজনৈতিক প্রচেষ্টা, যা আবেগকে উস্কে দেওয়া এবং ভোট ব্যাংকগুলিকে একীভূত করার জন্য তৈরি করা হয়েছে। সম্প্রদায়ের সেবা করা তো দূরের কথা, তারা সতর্ক করে দিয়েছে যে এটি বাংলার স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি, যা উত্তেজনা বৃদ্ধি এবং এমনকি রাজ্যের সামাজিক কাঠামোর খণ্ডিত হওয়ার ঝুঁকি তৈরি করে।’
তিনি সব শেষে লিখেছেন,’কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনও কিছুতেই থামবেন না, এমনকি যদি এর জন্য পশ্চিমবঙ্গকে অশান্তির দিকে ঠেলে দিতে হয় তাও দেবেন ।’
আজ বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুসলিম সম্প্রদায়ের মানুষ প্রচুর অর্থ দান করেছে বলে খবর পাওয়া গেছে । শুধুমাত্র চিকিৎসক এম এস মল্লিক অনুষ্ঠান মঞ্চে হুমায়ূন কবীরের হাতে এক কোটি টাকার চেক তুলে দেন । উল্লেখ্য, মুর্শিদাবাদের বেলডাঙ্গা ও রেজিনগরের ঠিক মাঝামাঝি জায়গাতে মরা দিঘি এলাকায় NH-12 রাজ্য সড়কের ঠিক পাশেই এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল আজ । সৌদি আরব ছাড়াও দেশ বিদেশের বহু ইসলামি ধর্মগুরু এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।।

