এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৭ ডিসেম্বর : সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে এনে নিজেদের “আদেখলামো”র জন্য জনরোষের মুখে পড়েছে তৃণমূলের মন্ত্রী ও নেতারা । মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস,সুজিত বসুসহ তৃণমূলের নেতাদের পরিবারের লোকজন ও নিরাপত্তারক্ষীরা ঘিরে থাকায় হাজার হাজার টাকার টিকিট কেটে স্টেডিয়ামে ভিড় করা দর্শকরা মেসির টিকি পর্যন্ত দেখতে পায়নি । এনিয়ে তীব্র ক্ষোভ রয়েছে মেসি ভক্তদের মধ্যে । এখনো পর্যন্ত টিকিট কেটে মেসিকে দেখতে আসা ফুটবল প্রেমীদের টাকাও ফেরত দেয়নি আয়োজকরা ।
রাজ্যে বিধানসভার ভোটের ঠিক মুখেই “মেসি কান্ডে” চরম অস্বস্তিতে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। যুবভারতী কাণ্ডে ডিজিপি রাজীব কুমারকে (Rajeev Kumar) শোকজ এবং ক্রীড়ামন্ত্রী পদে অরূপ বিশ্বাসের ইস্তফা দিয়ে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । যদিও এগুলোকে মমতার ‘আইওয়্যাশ’ হিসাবে দেখছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এদিকে এই বিতর্কের মাঝে নতুন একটা বিতর্ক বাঁধিয়ে দিয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী পদে অরূপ বিশ্বাস । তিনি ক্রীড়ামন্ত্রী পদ থেকে অব্যাহতির ইচ্ছেপ্রকাশ করে মুখ্যমন্ত্রীর কাছে বাংলায় একটি চিঠি পাঠিয়েছিলেন। মঙ্গলবার দুপুরে তাঁর হাতে লেখা ওই চিঠি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে নতুন চর্চা শুরু হয়ে গেছে । কারন, স্বয়ং মন্ত্রী মশাই চিঠিতে একাধিক বানান ভুল করে ফেলেছেন । যেকারনে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে ।
বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি । রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মনে করছেন যে “মুখে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আর বাঙালি অস্মিতা নিয়ে ধোঁকাবাজির রাজনীতি করছেন মমতা ব্যানার্জি” । তিনি অরূপ বিশ্বাসকে “অশিক্ষিত” বলে অবিহিত করেছেন । অরূপ বিশ্বাসের চিঠিটি এক্স-এ শেয়ার করে সুকান্ত লিখেছেন,’মুখে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আর দিনভর বাঙালি অস্মিতা নিয়ে ধোঁকাবাজির রাজনীতি করেন পশ্চিমবঙ্গের ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাঁর মন্ত্রিসভা এবং দল তৃণমূল কংগ্রেস যে এমন অশিক্ষিতদের দিয়ে পরিপূর্ণ, তার কোনো খোঁজই তিনি রাখেন না!’
তিনি লিখেছেন,’নিচে লাল মার্ক দিয়ে দেখানো হয়েছে যে, পদত্যাগের চিঠিতে ক্রীড়ামন্ত্রী ‘ক্রীড়া’ শব্দটির বানানই বারবার ভুল করেছেন!তৃণমূলের এক মাতব্বর নেতা সামাজিক মাধ্যমে যে পোস্ট করে মন্ত্রীর চিঠি প্রকাশ্যে এনেছেন, তিনি দুইবার দুটি চিঠির পোস্ট করেছেন—যদিও কোনোটিতেই ভুলের অভাব নেই!এটাই তৃণমূল — অশিক্ষিত, দুর্বিনীত এবং অমার্জিত!’
আসলে,মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ‘প্রিয় দিদি’ বলে সম্মোধন করে লেখা চিঠিতে অরূপ বিশ্বাস “ক্রীড়ামন্ত্রী” কে “ক্রিয়ামন্ত্রী” হিসেবে উল্লেখ করেছেন । শুধু তাই নয়, মন্ত্রীর মাত্র ১২ লাইনের ছোট্ট চিঠিতে ‘ক্রীড়াঙ্গনে’ লিখতে গিয়ে ‘ক্রিয়াঞ্জনে’ লিখেছেন । ‘পরিপ্রেক্ষিতে’ হয়ে গিয়েছে ‘পরিপেক্ষিতে’। ‘অব্যাহতি’ হয়ে গিয়েছে ‘অবাহতি’। একজন মন্ত্রীর নিজের ভাষাতেই লেখা ছোট্ট একটা চিঠিতে এত অসংখ্য বানান ভুলের কারনে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে।।
