এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,১৩ এপ্রিল : নদিয়ার হাঁসখালির ১৪ বছরের কিশোরী ধর্ষণের ফলে মৃত্যু প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দিল্লিতে গণধর্ষণের শিকার নির্ভয়ার মা । তিনি বলেন,’মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য নন । একজন মহিলা হওয়া সত্ত্বেও তিনি যদি এই ধরনের মন্তব্য করেন তাহলে যে পদে তিনি বসে আছেন তার সঙ্গে মন্তব্যটা মাননসই নয় ।’
ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কারনে দেশজুড়ে এত শোড়গোল পড়ে গেল ? সোমবার বিশ্ববাংলায় অনুষ্ঠানে গিয়ে হাঁসখালির ঘটনাকে আদৌ ধর্ষণ বলা যায় কিনা তা নিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলে বলেন,’আপনি রেপ বলবেন, না কি প্রেগনেন্ট বলবেন, না কি লাভ অ্যাফেয়ার বলবেন? না কি শরীরটা খারাপ ছিল? না কি কেউ ধরে মেরেছে ? আমি পুলিশকে বলেছি ঘটনাটা কী ? মেয়েটার না কি লাভ অ্যাফেয়ার ছিল শুনেছি ।’ এছাড়স অভিযোগ জানাতে পাঁচ দিন দেরি হল কেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, ‘মেয়েটি মারা গিয়েছে ৫ তারিখে । অভিযোগ জানানো হয়েছে ১০ তারিখে । যদি অভিযোগ থেকেই থাকে তবে ৫ দিন আগে অভিযোগ জানালেন না কেন?’ মেয়েটির দেহ দাহ করার পর অভিযোগ জানানোয় পুলিশের তদন্তে সমস্যা হবে বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
নদীয়া জেলার হাঁসখালি-১ নম্বর ব্লকের গাজনা গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর গ্রামে বাড়ি বছর ১৪-র নিহত কিশোরীর । একই গ্রামে বাড়ি অভিযুক্ত যুবক ব্রজগোপাল গোয়ালা ওরফের সোহেলের । তার বাবা সমর গোয়ালা হাঁসখালি এক নম্বর পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য । গত ৫ এপ্রিল মূল অভিযুক্ত সোহেল গোয়ালীর জন্মদিন ছিল । বাড়িতে পার্টির আয়োজন করা হয়েছিল । নিমন্ত্রিত ছিল মেয়েটি । সেখানেই ওই কিশোরীকে গনধর্ষণ করা হয় বলে অভিযোগ । গোপনাঙ্গ থেকে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে কার্যত বিনা চিকিৎসায় মেয়েটির মৃত্যু হয় । তারপর তৃণমূল নেতা সমর গোয়ালার সাঙ্গপাঙ্গরা গোপনে মেয়েটির মৃতদেহ পুড়িয়ে দিয়ে চিতাভস্মে জল ঢেলে প্রমান লোপাট করে দেয় বলে অভিযোগ । মারাত্মক এই ঘটনার পর সোমবার বিশ্ববাংলায় অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যে বিতর্কের সৃষ্টি হয়েছে ।
মুখ্যমন্ত্রীর এই কথা শোনার পর নিহত কিশোরীর বাবাও অবাক হয়ে গেছেন । মঙ্গলবার সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন,’মুখ্যমন্ত্রী এই ধরণের কথা বলেন কী করে ?’ সেই সঙ্গে তিনি দোষীদের ফাঁসির দাবিও জানান ।
নির্ভয়ার মা বলেন,’এই জাতীয় রাজনীতিবিদরা নিজেদের ভোট ব্যাঙ্ক নিয়েই চিন্তিত । কিন্তু তাঁদের এই ধরনের মন্তব্যে আদপে অপরাধীদের উৎসাহিত করবে ।’ হাঁসখালি ধর্ষণ-মৃত্যু মামলায় নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নির্ভয়ার মা ।।