এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৩ নভেম্বর : এসআইআর আতঙ্কে ভুগছে এরাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ! তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি ও তার ভাইপো অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে দলের বড়-মেজো-ছোটো নেতাদের নির্বাচন কমিশন ও বিজেপির উদ্দেশ্যে বিভিন্ন হুমকি ধমকি দিতে শোনা যাচ্ছে । এবার মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী ঘোষণা করে দিলেন যে মমতা ব্যানার্জি ভোটাধিকার দিয়েছেন । কোনো রোহিঙ্গা ও বাংলাদেশি নেই । ভোটার তালিকার ফাইনাল লিস্ট প্রকাশিত হওয়ার পর বিজেপির মুখে “কাদা ও জুতো” ছুড়ে মারবেন বলেও হুমকি দেন তিনি ।
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) জন্য আগামী কাল থেকে বাড়ি বাড়ি ঘুরে ফর্ম দিয়ে আসবেন ব্লক লেভেল অফিসাররা (বিএলএ)। সেই সময় বিএলএ-দের পিছু পিছু ঘুরবে তৃণমূলের “বিএলএ-২ কর্মী”রা । রবিবার মালদার সামসী কলেজ প্রাঙ্গনে আয়োজিত সভায় ২৪৫ জন বিএলএ-২ কর্মীকে দলীয় নির্দেশ বুঝিয়ে দেওয়া হয় । সভায় উপস্থিত ছিলেন আব্দুর রহিম বক্সী । নিজের বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, ‘আমাদের বিধানসভায় একজনও বাংলাদেশি নেই । একজনও রোহিঙ্গা এখানে নেই । তাদের চক্রান্ত নস্যাৎ করে দেওয়ার জন্য আমরা হান্ড্রেড পার্সেন্ট ফর্ম ফিল আপ করব । এবং এই ১০০ তে ১০০ করে দেওয়ার পরে তাদের মুখের উপরে জুতো ছুড়ে মারব আমরা,যে এখানে একটাও বাংলাদেশি বা রোহিঙ্গা আছে দেখাও ।’ এমনকি বিজেপির মুখে কাদা মাখাবেন বলেও তিনি হুঁশিয়ারি দেন ।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আব্দুর রহিম বক্সী বলেন,’অন দা ক্যামেরা বললাম । চ্যালেঞ্জ করে বললাম । ফাইনাল ভোটার লিস্ট টা যখন বেরুবে তখন ওদের দেখিয়ে দেবো যে রোহিঙ্গা কোথায় আছে । ওরা সামাল দিক না । শুভেন্দু অধিকারী মহাশয় মাইক ধরে বড় বড় কথা বলছেন যে অমুক সম্প্রদায়ের লোকের নাম বাদ যাবে অমুক সম্প্রদায়ের লোকের নাম বাদ যাবেনা । যদি কিছু নাম বাদ যায়, যাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ দিয়েছেন, আর এদের এই ফাজলামি করার জন্য এই ঘৃণ্য কাজ করার জন্য যদি কোন নাম বাদ যায় তার দায়িত্ব শুভেন্দু অধিকারী কে নিতে হবে ।’
আব্দুর রহিম বক্সীর মন্তব্যের পাল্টা জবাব দেন বিজেপির উত্তর মালদার সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া । তিনি বলেন,’আগে বিএলও দের বাড়ি বাড়ি যেতে দিন । কাজ করতে দিন । ওই যে আপনাদের লাভলি খাতুন ছিল না, তার মত অনেক বাংলাদেশি ধরা পড়বে ।’।

