এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৩ আগস্ট : দীর্ঘ প্রায় ১৪ মাস পর মন্ত্রীসভার বিস্তার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার বিকেলে ৯ মন্ত্রী শপথ নিলেন রাজভবনে । ৭ জন পূর্ণমন্ত্রী ২ জন প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাজ্যের অস্থায়ী রাজ্যপাল লা গণেশন । পুর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন বাবুল সুপ্রিয়, স্নেহাশিস চক্রবর্তী, প্রদীপ মজুমদার, উদয়ন গুহ,বীরবাহা হাঁসদা ও বিপ্লব রায়চৌধুরী । প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান সত্যজিত্ বর্মন এবং তাজমুল হোসেন । এদিন শপথ নেওয়া মন্ত্রীদের মধ্যে বীরবাহা হাঁসদা ছাড়া বাকি ৮ জনই নতুন মুখ । বর্তমানে খাদ্য সরবরাহ দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন বীরবাহা হাঁসদা ।
রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের মতে নিজের বিকল্প হিসাবে ধীরে ধীরে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরছে মমতা বন্দ্যোপাধ্যায় । কারন দিন দুয়েক আগে জেলার সাংগঠনিক পদে রদবদল হয় । সেখানে দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মুখেদের । মন্ত্রীসভার বিস্তারেও সেই একই ধারা লক্ষ্য করা গেল । শপথ নেওয়া মন্ত্রীদের মধ্যে উদয়ন গুহ, তাজমুল হোসেন, পার্থ ভৌমিক, স্নেহাশিস চক্রবর্তী, বাবুল সুপ্রিয়, বিপ্লব রায়চৌধুরীরা অভিষেক ঘনিষ্ঠ বলেই পরিচিত । দলের সংগঠন থেকে শুরু করে মন্ত্রীসভায় অভিষেক ঘনিষ্ঠদের উপস্থিতি থেকে স্পষ্ট ভাইপোর হাতেই কম্যান্ড তুলে দেওয়ার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই মনে করছেন অভিজ্ঞমহল ।।