এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৯ এপ্রিল : সদ্য সুপ্রিম নির্দেশে ২০১৬ সালের এসএসসি প্যানেল বাতিল হওয়া ২৬,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে গেছে৷ তাদের মধ্যে প্রায় ৬,০০০ জন ঘুঁষ দিয়ে চাকরি পেয়েছে বলে অভিযোগ । বাকিরা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন । কিন্তু ওই ৬,০০০ জন অযোগ্য প্রার্থীর জন্য প্রায় ২০,০০০ হাজার যোগ্য প্রার্থী পথে বসে গেছেন । মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের ‘বলির পাঁটা’ করছে বলে অভিযোগ বিজেপির । তারা বিষয়টি হাতিয়ার করে নিত্যদিন মমতা ও অভিষেক ব্যানার্জিকে নিশানা করছে । ফলে ২০২৬ সালে এরাজ্যের বিধানসভার ভোটের ঠিক মুখেই চরম বিপাকে পড়ে গেছে রাজ্যের শাসকদল ।
দুর্নীতির এই ফাঁস কাটাতে তৃণমূল সুপ্রিমো কখনো সুপ্রিম কোর্ট এবং কখনো বিজেপি ও বামেদের ঘাড়ে যাবতীয় দোষ চাপিয়ে দিচ্ছেন । কিন্তু তাতেও চিঁড়ি ভিজছে না । এবারে নিয়োগ দুর্নীতির জালে আষ্টেপৃষ্টে জড়িয়ে যাওয়া দলকে উত্তরণের উপায় বাতলে দিলেন মমতা ব্যানার্জি ৷ তিনি দলের নেতা ও মন্ত্রীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করে ‘বিরোধীদের কুৎসা রুখতে’ নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর । পাশাপাশ নিজের দলের বেশিরভাগ নেতা-মন্ত্রীদের এনিয়ে নীরবতায় ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো ।
মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে নিজের দলের নেতা মন্ত্রীদের নীরবতা নিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী । তিনি প্রশ্ন তোলেন যে নিয়োগ দুর্নীতি নিয়ে বিরোধীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হলেও তার দলের বেশিরভাগ নেতা-মন্ত্রী নিষ্ক্রিয় কেন ? তিনি এই দুর্নীতি মামলায় ‘বিরোধীদের কুৎসার’ ইস্যু ভিত্তিক জবাব দেওয়ার নির্দেশ দেন। জানা গেছে মন্ত্রীদের মমতা বলেছেন যে বিকাশ ভট্টাচার্যর মতো আরও অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৃণমূল সরকারের বিরুদ্ধে মিথ্যা কুৎসা ছড়াচ্ছে । কিন্তু মন্ত্রীদের পাল্টা প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। সেই সাথে তিনি সাফ জানিয়ে দেন যে এবার থেকে দলের বিরুদ্ধে কুৎসা হলেই সবাইকে একজোট হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নামতে হবে ।
কিন্তু সদ্য চাকরিহারা ২০,০০০ যোগ্য প্রার্থী ও বিরোধীদের সমবেত প্রচারের সামনে কি তৃণমূলের প্রচার আদপেই ধোপে টিকবে ? এনিয়ে প্রশ্ন উঠছে । বিরোধী দল বা সদ্য চাকরিহারারা প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে ইস্যুভিত্তিক আক্রমণই করছে । এখন মমতার ব্রিগেড তার পালটা হিসাবে কি ‘ইস্যুভিত্তিক’ জবাব দেয় সেটাই দেখার বিষয় ।।