এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৮ নভেম্বর : আজ বৃহস্পতিবার রাজ্যের বিধানসভার অধিবেশনে কেন্দ্রের আনা ওয়াকফ (সংশোধনী) বিলের বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেছেন, ওয়াকফ (সংশোধনী) বিল লাগু হলে ওয়াকফ ব্যবস্থা ধ্বংস হবে ।’ পাশাপাশি মমতা দাবি করেন,আমার সঙ্গে কোনও আলোচনা হয়নি । জাস্ট একটা নোটিফিকেশন দেওয়া হয়েছিল । রাজ্যেও ওয়াকফ সম্পত্তি আছে ।’ এই বিল পাশ হলে মুসলিমরা তাদের সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হবে বলেও মন্তব্য করেন তিনি । অন্যদিকে ওয়াকফ (সংশোধনী) বিলের বিরোধিতাকে মমতা ব্যানার্জির ‘তোষণের রাজনীতি’ বলে মনে করছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ।
তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম পেজে লিখেছেন,’আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওয়াকফ (সংশোধনী) বিলের সমালোচনা করেছেন।এই বিল নাকি জনবিরোধী বিল!আসলে এটাই মমতা ব্যানার্জীর তোষণের রাজনীতি।১৯৯৫ সালের ওয়াকফ আইনের সংশোধনীয় ব্যবস্থায় উল্লেখ আছে ওয়াকফ সম্পত্তি নিশ্চিত করতে হবে।মমতা ব্যানার্জী সম্পূর্ণভাবে ভোটব্যাংক ও তোষণের রাজনীতির স্বার্থে এই মন্তব্য করছেন।বাংলায়”জমি জিহাদ” চলছে।বাংলায় একের পর এক ওয়াকফের জমি দখল হচ্ছে।এমনকি মমতা ব্যানার্জীর বাড়ির সংলগ্ন এলাকায় ওয়াকফের জমি দখল হয়ে যাচ্ছে।এই পরিস্থিতিতে, বাংলার প্রতিটি জায়গায় যারা ওয়াকফের জমি দখল করছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাদের পাশে দাঁড়াচ্ছেন।এই পরিস্থিতি পশ্চিমবঙ্গের মানুষের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।বাংলার মানুষের কাছে পরিষ্কার তৃণমূল সর্বদা তোষণের রাজনীতিকে সমর্থন করে।এই তোষণের রাজনীতির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির লড়াই চলছে ও চলবে।’
এদিকে ওয়াকফ (সংশোধনী) বিলের বিরোধিতা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ধমক খেতে হল ‘অতি উৎসাহী’ ডেবরায় বিধায়ক হুমায়ুন কবীর । কংগ্রেসকে সঙ্গে নিয়ে ওয়াকফ বিরোধিতার প্রস্তাব দিয়েছিল হুমায়ুন । মুখ্যমন্ত্রীকে তাঁর দিকে বিরক্তির দৃষ্টিতে তাকাতেই তার মুখ বন্ধ হয়ে যায় । পাশাপাশি জানা গেছে যে ওয়াকফ (সংশোধনী) বিলের বিরোধিতায় পথে নামছে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস । এই লক্ষ্যে আগামী শনিবার দলের সংখ্যালঘু সেলের সমাবেশ হতে চলেছে ।।