এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৯ মে : কেরালার ‘লাভ জিহাদ’-এর ঘটনা অবলম্বনে নির্মিত ‘দ্য কেরালা স্টোরি’ হিন্দি সিনেমাকে এরাজ্যে নিষিদ্ধ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার মধ্য রাত থেকে এই নিষেধাজ্ঞা জারি হয় বলে মিডিয়া সূত্রে খবর । তার আগে কলকাতাসহ রাজ্যের প্রেক্ষাগৃহগুলিতে নাইট শোয়ে ছিল উপচে পড়া ভিড় । মুখ্যমন্ত্রী এই ছবিটির বিরুদ্ধে ‘তথ্য বিকৃতি’র অভিযোগ তুলে ‘ঘৃণা ও হিংসা’ বন্ধ করতে এবং ‘রাজ্যে শান্তি বজায় রাখতে’ এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এদিকে এই নিষেধাজ্ঞাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের “দ্বিচারিতা” বলে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ।
কেরালায় হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে কিভাবে আইএসআইএস-এ অন্তর্ভুক্ত করা হত মূলত সেই ঘটনার উপর তৈরি করা হয়েছে সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি । কংগ্রেস, সিপিএমের মত রাজনৈতিক দল এবং মুসলিম সংগঠনগুলি এই ছবিটিকে ‘বিজেপি ও আর এস এস’-এর এজেন্ডা প্রকাশ পেয়েছে বলে অভিযোগ করেছে । কিন্তু পরিচালক দাবি করেছেন সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে এই ছবিটি ।
ছবিতে শালিনী উন্নীকৃষ্ণন নামে এক হিন্দু তরুনীকে প্রেমের ফাঁদে ফেলে গর্ভবতী করার পর কিভাবে ইসলাম গ্রহণ করানো হয় এবং এরপর তাকে আইএস-এ যোগদানের জন্য প্রশিক্ষণ দিয়ে সিরিয়ায় পাঠানো হয়,সেই দৃশ্য দেখানো হয়েছে । শালিনী উন্নীকৃষ্ণনের ভূমিকায় অভিনয় করছেন আদা শর্মা।
এই ছবিটি নিয়ে অনেক রাজ্যে তোলপাড় চলছে । কোথাও কোথাও এই ছবির পোস্টার ছিঁড়ে ‘নারা-ই-তাকবির’ ও ‘আল্লাহু আকবর’ প্রভৃতি স্লোগান দেওয়া হচ্ছে বলে অভিযোগ । তবে রাজনৈতিক দলগুলি ও বুদ্ধিজীবীদের বিরোধিতার মুখে পড়লেও দর্শকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পাচ্ছে এই ছবিটি । সুদীপ্ত সেন পরিচালিত ও বিপুল শাহ প্রযোজিত এই ছবিটির ভূয়সী প্রশংসা করছেন দর্শকরা । কিন্তু এই ছবিটি থেকে বঞ্চিত হতে হচ্ছে দক্ষিণের দুই রাজ্য – তামিলনাড়ু ও কেরালার মানুষকে । তামিলনাড়ুর মাল্টিপ্লেক্সে ‘দ্য কেরালা স্টোরি’ চলচ্চিত্রের প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে স্টালিন সরকার । তিনি এটিকে সন্ত্রাস ছড়ানোর লক্ষ্যে নির্মিত চলচ্চিত্র বলে অভিহিত করেছেন । এবার স্টালিনের পথেই হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সোমাবার(,০৮ মে ২০২৩) সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন,’তথ্য বিকৃত করে এই সিনেমা তৈরি করা হয়েছে ।’ আর এরপরেই রাতের দিকে রাজ্যের সিনেমা হলগুলির কাছে ছবিটি বন্ধ করে দেওয়ার জন্য নবান্ন থেকে নোটিশ চলে যায় ।

এদিকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি । রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীর সমালোচনা করে নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘একজন বঙ্গসন্তানের তৈরি চলচ্চিত্র পশ্চিমবঙ্গের মাটিতেই নিষিদ্ধ করা হলো, এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে কি ?’ তিনি ২০১৭ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি টুইট শেয়ার করেছেন । যে টুইটে মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারের বিরুদ্ধে ‘মত প্রকাশের স্বাধীনতা’ কেড়ে নেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছিলেন । সুকান্ত মজুমদার লিখেছেন,’দিদির দ্বিচারিতা । দিদি মত প্রকাশের স্বাধীনতা নিয়ে খুব চিন্তিত ছিলেন ।’ পাশাপাশি তিনি ‘দ্য কেরালা স্টোরি’ নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তোলেন,’সুপ্রিম কোর্টের ছাড়পত্রের পরেও ফতোয়া কেন দিদি ?’