এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৮ জানুয়ারী : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে অপমানজনক মন্তব্য পোস্টকারী তিন মন্ত্রীকে বরখাস্ত করেছে মালদ্বীপ সরকার । ওই তিন মন্ত্রী হল মালশা শরীফ, মরিয়ম শিউনা ও আবদুল্লাহ মাহজুম মজিদ। তার মধ্যে মালদ্বীপের যুব বিষয়ক মন্ত্রী হলেন মরিয়ম শিউনা । চীনপন্থী ও ভারত বিদ্বেষী বর্তমান মালদ্বীপ সরকার ওই তিন মন্ত্রীর বক্তব্যকে ‘ব্যক্তিগত এবং সরকারের মতামতের প্রতিনিধিত্ব করে’ বলে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছে । রাষ্ট্রীয় সম্প্রচারকারী পিএসএম নিউজে মালদ্বীপ সরকারের একটি উদ্ধৃতি দিয়ে হয়েছে,’প্রতিবেশী ভারত সম্পর্কে অবমাননাকর মন্তব্য পোস্ট করা সরকারি কর্মকর্তাদের বহিষ্কার করা হয়েছে । আন্তর্জাতিক সম্পর্ককে ক্ষুণ্ন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এমন ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মালদ্বীপ সরকার ।’ মালদ্বীপের বিদেশ মন্ত্রণালয় বলেছে যে বিদেশী নেতাদের বিরুদ্ধে খারাপ মন্তব্য করা সরকারের অবস্থান নয়। ভারত তার অসন্তোষ প্রকাশের পর এই পদক্ষেপ নেওয়া হয় ।
প্রসঙ্গত,সম্প্রতি লাক্ষাদ্বীপ সফর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । মূলত লাক্ষাদ্বীপে পর্যটক টানতেই প্রধানমন্ত্রীর এই সফর । প্রধানমন্ত্রীর এই সফরকে মালদ্বীপের মন্ত্রী মরিয়ম শিউনা দু’দেশের কূটনৈতিক সম্পর্ককে প্রভাবিত করার মত মন্তব্য করেন । সোশ্যাল মিডিয়া এক্স-এ মালদ্বীপের মন্ত্রীর পোস্টে নরেন্দ্র মোদীকে একজন ক্লাউন এবং ইসরায়েলের পুতুল বলে মন্তব্য করেন । যদিও পরে পোস্টটি প্রত্যাহার করা হয় । কিন্তু এনিয়ে তোলপাড় শুরু হয় বিশ্বজুড়ে । ভারতীয় হাইকমিশন মালদ্বীপ সরকারের কাছে ওই পোস্টের প্রতিবাদ জানায় ।
এদিকে অনেক ভারতীয় পর্যটক মালদ্বীপে তাদের ভ্রমণ বাতিল করার কথা ঘোষণা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন । অভিনেতা অক্ষয় কুমারের একটি পোস্ট রিপোস্ট করে ভারতের বিরুদ্ধে বলেননি বলে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন মালদ্বীপের অভিযুক্ত সাংসদ । নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মন্তব্যের নিন্দা করেছেন মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদ। বিতর্কটি এমন এক সময়ে আসে যখন মালদ্বীপের নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ মুইসু, যিনি কট্টর ভারত বিরোধী অবস্থান গ্রহণ করেছেন, তিনি ক্ষমতা গ্রহণের পরে নিজেকে ভারত থেকে দূরে সরিয়ে নিয়েছেন এবং চীনের কাছাকাছি চলে এসেছেন । পালটা মালদ্বীপকে ‘ভাতে মারার’ কৌশল নিয়েছে নয়াদিল্লি । মূলত পর্যটন নির্ভর মালদ্বীপে যাওয়া ভারতের পর্যটকদের লাক্ষাদ্বীপ মুখি করতেই সম্প্রতি লাক্ষাদ্বীপ সফর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । উল্লেখ্য, মালদ্বীপ থেকে প্রায় ৮০০ কিমি দূরে রয়েছে ভারতের কেন্দ্র শাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ । মালদ্বীপ ও লাক্ষাদ্বীপের নৈসর্গিক দৃশ্য প্রায় একই । ভারতীয় পর্যটকদের ভ্রমণ খরচও অনেক কম এখানে । নরেন্দ্র মোদীর দ্বারা লাক্ষাদ্বীপকে পর্যটন মানচিত্রে তুলে ধরার প্রচেষ্টায় টনক নড়ে যায় ভারত বিদ্বেষী বর্তমান মালদ্বীপ সরকারের ।।