এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৫ নভেম্বর : আজ মঙ্গলবার মালদায় দিনেদুপুরে এক গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে । ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি সোনাপল্লী এলাকার বাসিন্দা জনৈক অসীত পালের বাড়িতে । বাড়ি ফাঁকা থাকার সুযোগে তালা ভেঙে ঘরে ঢুকে যাবতীয় সোনার গহনা ও বিছানার তলায় রাখা নগদ টাকা চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা । এই ঘটনায় মালদা থানায় একটা অভিযোগ দায়ের করেছে পরিবার । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
জানা গেছে,সোনাপল্লী এলাকার বাসিন্দা অসীত পাল পেশায় গাড়ি চালক । বাড়িতে রয়েছে স্ত্রী রূপাদেবী, সন্তান ও বৃদ্ধ বিধবা মা । রূপাদেবী সন্তানকে নিয়ে বাপের বাড়িতে গিয়েছিলেন। অসীতবাবু কর্মসূত্রে বাইরে আছে । বাড়িতে একাই ছিলেন তার বৃদ্ধা মা ।
জানা গেছে,এদিন দুপুর প্রায় দুটো নাগাদ অসীতবাবুর মা বাড়ির গেটে তালা ঝুলিয়ে এক প্রতিবেশীর বাড়ি গিয়েছিলেন । ঘন্টাখানেক পর তিনি বাড়ি ফিরে দেখেন তালা ভাঙা অবস্থায় পড়ে আছে । দরজা খোলা । এরপর তিনি ঘরে ঢুকে দেখেন আলমারিও খোলা এবং লকার ভাঙা৷ লকারে রাখা রূপাদেবীর সমস্ত সোনার গহনা উধাও হয়ে গেছে । শুধু তাইই নয়,অসীতবাবু তার শোবার ঘরের বিছানার তোষকের তলায় ব্যাবসার টাকা রেখেছিলেন,সেই টাকাও চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা । চুরির ঘটনার খবর পেয়েই শ্বশুরবাড়ি চলে আসেন রূপাদেবী । পরে তিনি এনিয়ে থানায় অভিযোগ দায়ের করেন । এদিকে দিনেদুপুরে এই দুঃসাহসিক চুরির ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়েছে মঙ্গলবাড়ি সোনাপল্লী এলাকায়।।

