এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৩ আগস্ট : এক ইন্টার্ন চিকিৎসককে মারধরের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল । অভিযুক্ত প্রহৃতের দুই সহপাঠী । সেই ঘটনার জেরে শুক্রবার সকাল থেকে আজ শনিবার পর্যন্ত দফায় দফায় মেডিকেল কলেজের অধ্যক্ষকে অফিসের মধ্যে আটকে রেখে তুমুল বিক্ষোভ দেখান চিকিৎসক পড়ুয়াদের একটা বড় অংশ । তাদের অভিযোগ যে অভিযুক্ত ২ ইন্টার্নদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরিবর্তে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন অধ্যক্ষ । যদিও অভিযোগ অস্বীকার করেছেন মালদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ পার্থ প্রতীম মুখোপাধ্যায় । তার দাবি,বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে তদন্ত চলছে । তদন্তের রিপোর্ট পাওয়ার পরই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা গেছে, ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার । হাসপাতলের সার্জিক্যাল বিভাগে ডিউটিরত অবস্থায় একজন ইন্টার্নকে মারধরের অভিযোগ উঠেছে অপর দুই ইন্টার্নের বিরুদ্ধে । বিষয়টি অধ্যক্ষের নজরে আনা হয় । কিন্তু তারপর ২৪ ঘন্টার বেশি সময় কেটে গেলে অধ্যক্ষ কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ । যে কারণে অভিযুক্ত দুই ইন্টার্নের শাস্তির দাবিতে অধ্যক্ষের ঘরে বসে তারা বিক্ষোভ দেখাতে বাধ্য হন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা । জানা গেছে, আজ শনিবার বিক্ষোভকে কেন্দ্র করে মেডিক্যাল কলেজের প্রশাসনিক ভবনে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । শেষ পর্যন্ত মেডিকেল কলেজ কর্তৃপক্ষের প্রতিশ্রুতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।।

