এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৭ ডিসেম্বর : মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক রক্তশূন্য । যার ফলে বন্ধ হয়ে গেছে অপারেশন । এমনকি থ্যালাসেমিয়া রোগীরা পর্যন্ত রক্ত পাচ্ছে না । ফলে চরম আশঙ্কার মধ্যে রয়েছেন রোগীদের পরিবার পরিজন । শুক্রবার বেলা ১২ টায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে গিয়ে দেখা গেল কোনও গ্রুপেরই এক বোতল রক্ত মজুত নেই । ব্লাড ব্যাঙ্কের ডিজিট্যাল বোর্ডের তালিকা রক্ত শুন্য দেখাচ্ছে । ফলে রক্ত নিতে আসা হাসপাতালে চিকিৎসাধীন রোগীর পরিবারের লোকজনদের ঘুরে চলে যেতে হচ্ছে ।
কালিয়াচকের বাসিন্দা এম বি নুর হাসান বলেন, ‘আমার এক আত্মীয়ের নাবালক ছেলের পিঠের বাম দিকের কাঁধের ঠিক নিচেই একটা টিউমার হয়েছে । অপারেশনের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করেছি । রোগীর রক্তের গ্রুপ বি নেগেটিভ । চিকিৎসকরা বলেছে রক্ত আনার জন্য । কিন্তু ব্লাড ব্যাঙ্কে এসে দেখি রক্তশুন্য । এদিকে চিকিৎসকরা সাফ জানিয়ে দিয়েছে রক্ত আনলে তবেই তাঁরা অপারেশন করবেন ।’ তাঁর অভিযোগ, ‘মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে কোনও সময়েই রক্ত মজুত থাকে না । হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের আত্মীদের রক্ত জোগাড় করতে হয় ।’
জানা গেছে,শুধু মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কই নয়,জেলার নার্সিংহোম গুলিতেও একই অবস্থা । রক্ত সংকটের জেরে সেখানেও অপারেশন বন্ধ হতে বসেছে । সব থেকে বিপাকে পড়তে হচ্ছে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর পরিবারের লোকজনদের । রক্তের জন্য তাঁদের হন্যে হয়ে ডোনার খুঁজে বেড়াতে হচ্ছে ।
ভারত স্কাউটস্ এন্ড গাইডসের মালদা জেলা শাখার রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক দলগুলির কাছে নিয়মিত ছোট আকারের রক্তদান শিবিরের আয়োজন করার জন্য আহ্বান জানিয়েছেন । তিনি বলেন, ‘মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের ভাড়ার শূন্য । শীতকালে সাধারণ এই রকম পরিস্থিতির সৃষ্টি হয় না । হাসপাতালে প্রতিদিন ৭০-১০০ ইউনিট করে রক্তের প্রয়োজন হয় । বর্তমানে যোগান আর চাহিদার মধ্যে বিরাট ফারাক । তাই এলাকার সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব, ব্যাবসায়িক প্রতিষ্ঠান, পুলিশ ও রাজনৈতিক দলগুলির কাছে আমার একান্ত অনুরোধ আপনারা ছোট ছোট রক্তদান শিবির করে আমাদের গর্বের মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের ভাড়ার পূর্ণ করার জন্য এগিয়ে আসুন । তবেই এই সঙ্কট থেকে রেহাই পাওয়া সম্ভব ।’।