এইদিন ওয়েবডেস্ক,মালদা,১০ জানুয়ারী : দিন কয়েক আগে দিল্লিতে গিয়ে শীর্ষ নেতাদের হাত ধরে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নুর ৷ তারপর থেকে তিনি দিল্লিতেই রয়েছেন৷ আজ শনিবার ফিরছেন মালদায় । তাই গণি খান চৌধুরীর পরিবারের সদস্যা ও “ঘরের মেয়ে” ঘরে ফেরায় বিশাল আয়োজন করে রেখেছে মালদা কংগ্রেস । মালদার কোতুয়ালি ভবনে চলছে বিশাল আয়োজন ।
জানা যাচ্ছে যে আজ দুপুর ১টা নাগাদ ট্রেনে মালদা টাউন স্টেশনে নামবেন মৌসুম নুর । সেখান থেকে কংগ্রেস নেতাকর্মীরা তাকে নিয়ে র্যালি করে যাবেন কোতয়ালির গণি ভবনে। এরপর সেখানে কংগ্রেস নেতাকর্মীরা শুভেচ্ছা, অভিনন্দন জানাবেন মৌসম নূরকে । সেই আয়োজন করতে আজ সকাল থেকেই এলাকায় মৌসুম নুরের বড়বড় ব্যানার,ফেস্টুন, ফ্লেক্সে এলাকা মুড়ে ফেলেছে কংগ্রেস । জেলার বিভিন্ন প্রান্তের কংগ্রেস নেতাকর্মীরা মৌসম নূরকে স্বাগত জানাতে আসবেন । তাই তাদের জন্য থাকছে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা। সেই ব্যবস্থায় যাতে কোন রকম ঘাটতি না থাকে তাই ঘনঘন নজরদারি চালাচ্ছেন জেলা কংগ্রেসের সভাপতি সাংসদ ইশা খান চৌধুরী, জেলা কংগ্রেসের নেতা ভূপেন্দ্রনাথ হালদার, মোত্তাকিন আলম সহ অন্যান্যরা। এখন শুধু অপেক্ষা ঘরের মেয়ে ঘরে ফেরার ।
প্রসঙ্গত, ২০০৯ সালে কংগ্রেসের প্রতীকে মালদার উত্তরে জয়লাভ করেছিলেন মৌসম বেনজির নূর। ২০১৪ সালেও ‘হাত’ প্রতীকে সাংসদ নির্বাচিত হন মৌসম। কিন্তু উনিশের লোকসভা নির্বাচনে ঘাসফুল প্রতীকে প্রার্থী হতেই মালদা উত্তর হাতছাড়া হয় মৌসমের। ত্রিমুখী লড়াইয়ের ভোট ভাগাভাগিতে জয়লাভ করেন বিজেপির খগেন মুর্মু। তারপর মৌসম নূরকে রাজ্যসভার সাংসদ মনোনীত করে তৃণমূল। ২০২৪-এ তাঁকে আর প্রার্থী করা হয়নি। এমনকী একুশের বিধানসভাতেও তাঁর প্রার্থী হওয়া নিয়ে জল্পনা থাকলেও, তাঁকে টিকিট দেওয়া হয়নি । তারপর দীর্ঘদিন ধরে তিনি কার্যত অন্তরালে চলে যান।
গত শনিবার আচমকাই দিল্লিতে সর্বভারতীয় কংগ্রেসের কার্যালয়ে উপস্থিত হয়ে কংগ্রেসে যোগদান করেন মৌসম। ওই দিন তাঁকে যোগদান করাতে এআইসিসি দফতরে উপস্থিত ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার ও পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর এবং মৌসমের দাদা সাংসদ ঈশা খান চৌধুরী। ওই দিন কংগ্রেসে যোগদানের পরেই মৌসম জানিয়েছিলেন, সোমবারেই তিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদপদ থেকে ইস্তফা দেবেন। পরে তৃণমূলের রাজ্যসভার সাংসদপদ থেকে ইস্তফা দিয়ে গত সোমবার বিকেলে দিল্লিতে রাজ্যসভার চেয়ারম্যান তথা ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করে নিজের ইস্তফাপত্র তুলে দেন মৌসম বেনজির নূর ।।

