এইদিন ওয়েবডেস্ক,মালদা,১০ নভেম্বর : বাড়িতে স্বামী ও ৩ নাবালক সন্তানকে ফেলে সোনাদানা ও নগদ টাকা বগলদাবা করে রহস্যজনকভাবে উধাও মালদার বাউল শিল্পী বধূ । নিখোঁজ মহিলার নাম শিউলি হালদার(২৮) । তার বাড়ি পুরাতন মালদা পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের বাচামারি গভমেন্ট কলোনী এলাকায় । গত ৩ নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠানে যাওয়ার নাম করে বাড়িতে রাখা সমস্ত নগদ টাকা ও সোনার গহনা গোপনে ব্যাগে ভরে থেকে বের হয়ে যান । তারপর আর তিনি বাড়ি না ফেরায় হন্যে হয়ে চারদিক খোঁজাখুঁজি করেন মহিলার স্বামী মিঠুন হালদার । কিন্তু স্ত্রীর কোনো সন্ধান না পেয়ে রবিবার তিনি মালদা থানায় একটি নিখোঁজ ডাইরি করেন । যদিও আজ সোমবার পর্যন্ত ওই মহিলার কোনো হদিশ পাওয়া যায়নি বলে জানা গেছে । মিঠুনবাবুর সন্দেহ যে তার স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়েই বাড়ি ছেড়ে পালিয়েছে । পুলিশ মহিলার সন্ধান চালাচ্ছে ।
জানা গেছে,বছর ১৫ আগে মিঠুন হালদারের সঙ্গে শিউলির বিয়ে হয় । তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে ৷ মিঠুন হালদার জানান,গত ৩ নভেম্বর গানের অনুষ্ঠান আছে বলে বাড়ি থেকে বের হন তার স্ত্রী । তারপর তিনি আর বাড়ি ফেরেননি । স্ত্রী কোনো চিঠিপত্র লিখে রেখে গেছে নাকি দেখতে তিনি ঘরের আলমারিতে খোঁজাখুঁজি করতে গিয়ে দেখে লকারে রাখা ৬০ হাজার টাকা ও সোনার গহনাগুলো । বুঝতে পারেন যে সেগুলি তার স্ত্রী সঙ্গে করে নিয়ে গেছে । তিনি বলেন,তারপরেও অনেক খোঁজাখুঁজি করি । কিন্তু আমার স্ত্রীর কোনো সন্ধান পাইনি । বাধ্য হয়ে থানায় একটা নিখোঁজ ডাইরি করি ।’ টাকাপয়সা ও সোনাদানা সঙ্গে করে নিয়ে যাওয়ার তিনি সন্দেহ।প্রকাশ করছেন যে তার স্ত্রী কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছেন ৷ এদিকে তিন নাবালক সন্তানকে নিয়ে চরম বিপাকে পড়ে গেছেন মিঠুনবাবু ।।

