এইদিন ওয়েবডেস্ক,পুরুলিয়া,১৪ জানুয়ারী : পুরুলিয়ার কাশীপুর থানা এলাকার গৌরাঙ্গডি গ্রামে গঙ্গাসাগারগামী ৩ নাগা সাধুকে কাঠ দিয়ে পেটানোর ঘটনার মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতের নাম রবীন্দ্রনাথ বাউরি ওরফে বাবু । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে হৃষ্টপুষ্ট চেহেরার ওই ব্যক্তিকেই একটা কাঠের টুকরো দিয়ে সাধুদের নির্দয়ভাবে পেটাতে দেখা গিয়েছিল । পুরুলিয়ায় সাধু নিগ্রহের ঘটনায় এনিয়ে গ্রেফতার হল এনিয়ে মোট ১৩ জন ।
বিজেপি নেতা অমিত মালব্য সাধু নিগ্রহের মুহুর্তের ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়া ‘এক্স’-এ লিখেছেন,’পশ্চিমবঙ্গে সাধুদের পিটিয়ে মারার আরও একটি ভয়ঙ্কর ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে দেয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়ে থাকা শালীন পোশাক পরা সাধুদেরকে একজন ব্যক্তিকে নির্দয়ভাবে মারতে দেখা গেছে। মমতা বন্দ্যোপাধ্যাযয়ের পুলিশ কি এই লোকটিকে চিহ্নিত করতে এবং হত্যার চেষ্টার অভিযোগে অভিযুক্ত করার নির্দেশ দিয়েছেন নাকি তিনি প্রথমে তার ধর্ম পরীক্ষা করছেন ?’ প্রসঙ্গত,অমিত মালব্যর উল্লিখিত ব্যক্তিটি হল শনিবার রাতে গ্রেফতার হওয়া রবীন্দ্রনাথ বাউরি ওরফে বাবু । আজ ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে পেশ করা হয় ।
ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার । উত্তরপ্রদেশ থেকে গাড়িতে চড়ে গঙ্গা সাগরের উদ্দেশ্যে রওনা হওয়া ওই ৩ নাগা সাধু গৌরাঙ্গডি গ্রামে এসেছিলেন ওইদিন । চালক ছাড়াও সাধুদের রাঁধুনী সঙ্গে ছিল । গৌরাঙ্গডি গ্রামে আসার পর সেই সময় গ্রামের কালী মন্দিরে পুজো দিতে এসেছিল তিন কিশোরী । সাধুরা তাদের কিছু একটা জিজ্ঞাসা করেছিলেন ।
জেলা পুলিশের মতে,নাগা সন্ন্যাসীদের পোশাক দেখে কিশোরীরা মনে করে যে তাদের কোন অসদ উদ্দেশ্য আছে । এরপর কিশোরীরা চিৎকার করতে করতে সেখান থেকে পালিয়ে যায় । পরে ওই কিশোরীদের কাছ থেকে সাধুদের কথা শুনে প্রচুর লোকজন জড়ো হয়ে হামলা চালায় । যদিও সাধুরা জানিয়েছেন যে ভাষার সমস্যার কারণেই এই ঘটনা ঘটেছে ।
এদিকে ওই ঘটনার পর সাধুরা গঙ্গাসাগরে না গিয়ে উত্তরপ্রদেশে ফিরে যান । তাদের ফিরে যেতে সাহায্য করেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো । পুরুলিয়ায় সাধু ঘটনায় এর আগে ১২ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের মধ্যে পাঁচজনকে পাঠানো হয়েছে জেল হেফাজতে এবং পুলিশ সাতজনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ।।