এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,০৭ এপ্রিল : শনিবার সন্ধ্যায় নদীয়া জেলার মায়াপুরের ইসকন মন্দিরে মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটে গেছে । মন্দিরের দুটি পোষা হাতিকে খাবার দিতে গিয়েছিল মাহুত। সেই সময় একটি হাতি মাহুতের ওপর হামলা চালিয়ে দেয়। মাহুতকে পিলারে মেরে ফেলে ওই হাতিটি । নিহত মাহুতের নাম সমুদ্র রাভা (২৭)। তাঁর বাড়ি অসমের কামরূপ জেলার ডুলিয়া গ্রামে। ঘটনায় শোক প্রকাশ করেছে ইসকন মন্দির কর্তৃপক্ষ ।
জানা গেছে, বিগত প্রায় ২২ বছর ধরে হাতি দুটি রয়েছে ইসকন মন্দিরে। মূলত উৎসবের সময় শোভাযাত্রায় অংশগ্রহণ করে হাতিদুটি । প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যাতেও হাতি দুটোকে ঘোরাতে নিয়ে গিয়েছিল মাহুত সমুদ্র রাভা। ঘুরিয়ে নিয়ে আসার পর হাতিশালায় এনে মাহুত তাদের খাবার দিতে গিয়েছিল । তখনই ঘাতক হাতিটি মাহুতকে পিলারের সঙ্গে পিষে ধরে । মন্দিরের লোকজন কোন রকম ভাবে মাহুত কে উদ্ধার করে মায়াপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় । কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । মায়াপুর ফাঁড়ির পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে ।।