এইদিন ওয়েবডেস্ক,উত্তরপ্রদেশ,৩০ জানুয়ারী : উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে ১৭ বছর বয়সী এক গণধর্ষণের শিকার কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ভুক্তভোগীর পরিবারের মতে,গত ২৬শে জানুয়ারী দুই মুসলিম যুবক তাকে গণধর্ষণ করেছিল। ভুক্তভোগী ওই দিনই থানায় অভিযোগ দায়ের করেছিল, তবে অভিযোগ করা হয়েছে যে ২৭শে জানুয়ারী পুলিশ অভিযোগটি সংশোধন করে একজন অভিযুক্তের নাম সরিয়ে দেয়।
পরিবারের দাবি, মেয়েটি মাঠে গেলে মাহফুজ এবং তার কাকা মবিন তাকে গণধর্ষণ করে । বাড়ি ফিরে মেয়েটি তার মাকে ঘটনাটি জানায়। সেই রাতেই সে তার পরিবারের সাথে থানায় যায় এবং উভয় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। ২৭শে জানুয়ারী ভুক্তভোগী তার বাবা-মা এবং আত্মীয়স্বজনদের সাথে থানায় আসে। অভিযোগ করা হয়েছে যে পুলিশ তাকে অভিযোগটি সংশোধন করার জন্য চাপ দেয় এবং একজন অভিযুক্তের নাম সরিয়ে দেয়।
ভুক্তভোগীর মায়ের অভিযোগ, থানা ইনচার্জ তাকে থানায় অপমান করেছেন এবং তার মেয়ের চরিত্র সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন, যার ফলে মেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে । থানা থেকে বাড়ি ফেরার কিছুক্ষণ পরই মেয়েটি তার ঘরে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা বলছেন, মানসিক নির্যাতন ও অপমানের কারণেই কিশোরী এই পদক্ষেপ নিয়েছে ।।

