এইদিন ওয়েবডেস্ক,হুগলি,২৪ জুন : বৃহস্পতিবার সম্পন্ন হল মাহেশের জগন্নাথ-বলরাম-সুভদ্রার পবিত্র স্নানযাত্রা উৎসব । করোনা আবহের কারনে এবারে নিত্যান্ত অনাড়ম্বর ভাবে সম্পন্ন হল বিশেষ এই পর্বটি । উপস্থিত ছিলেন গুটিকয়েক ব্রাহ্মণ এবং সেবাইত । তাঁর জগ্ননাথদেবের স্নানযাত্রা প্রাচীন রীতি মেনে সম্পন্ন করলেন ।
এবারে ৬২৫ বছরে পড়লো মাহেশের রথযাত্রা । রথযাত্রার ১৫ দিন আগে পালন করা হয় জগন্নাথদেবের স্নানযাত্রা পর্বটি । প্রাচীন রীতি অনুযায়ী মন্দির সংলগ্ন স্নান পিঁড়ির ময়দানে স্নানযাত্রার আয়োজন করার নিয়ম । বিশেষ এই পর্বটি দেখতে সমাগম হয় লক্ষাধিক পূন্যার্থীর । কিন্তু করোনা আবহের কারনে সে সব দিন আজ অতীত। এদিন মূল মন্দিরের ভেতরেই অস্থায়ী বেদীতে স্নান মন্দির তৈরি করে সেখানেই পালন করা হলো জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব । হাতে গোনা কয়েকজন পূন্যার্থীকে এদিন উপস্থিত থাকতে দেখা যায় ।
মাহেশের জগন্নাথদেবের রথযাত্রা হবে স্নানযাত্রা পর্বের ঠিক ১৫ দিন পরেই । যদিও করোনার কারনে এবারেও রথযাত্রা স্থগিত করেছে মন্দির কমিটি । এবারেও জগন্নাথ, বলরাম,সুভদ্রা রথে চাপছেন না । তার পরিবর্তে মূল মন্দির থেকে দেড় কিলোমিটার দূরে মাসির বাড়িতে নারায়ন শিলা কে নিয়ে যাওয়া হবে রথের দিন । পরপর দু’বছর প্রাচীন এই রথযাত্রা স্থগিত হয়ে যাওয়ায় স্বভাবতই বিষন্ন জগন্নাথদেবের ভক্তরা ।।